ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৪:০২, ২০ ডিসেম্বর ২০১৬

অ ন্য র ক ম

ক্রিসমাস ট্রিতে সাপ অস্ট্রেলিয়ায় ক্রিসমাস ট্রিতে ডোরাকাটা বিষধর সাপ। সাপটি রং বেরঙের ছিল বলে তা বর্ণিল ক্রিসমাস ট্রির সাথে প্রায় মিশে যায়। কিন্তু খুব কাছ থেকে দেখার পর বুঝা যায় এটি একটি বিষধর সাপ। বাড়ির ক্রিসমাস ট্রিতে রবিবার এই সাপ দেখে ওই বাড়িরই এক নারী। সাপুড়ে বেরি গোল্ডস্মিথ বলেন, এটি ছিল টাইগার ¯েœক। সাপটি অনেক বিষধর। তবে এ সাপকে আঘাত না করলে সাধারণত এটি কাউকে ছোবল দেয় না। বাড়ির দরজা খোলা থাকায় সম্ভবত এটি ভেতরে প্রবেশ করে ওই গাছে ওঠে পড়ে। টাইগার ¯েœক ১০ ফুট লম্বা হয়ে থাকে। উপকূলীয় এলাকায় এ সাপ বেশী দেখা যায়। বিশ্বের যে ২৫টি দেশে সবচেয়ে বেশী বিষধর সাপ পাওয়া যায় সেসব দেশের মধ্যে অস্ট্রেলিয়ার অবস্থান ২০তম। -এএফপি
×