ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জর্দানে জিম্মি সঙ্কটের অবসান, বন্দুকধারীসহ নিহত ১৪

প্রকাশিত: ০৪:০১, ২০ ডিসেম্বর ২০১৬

জর্দানে জিম্মি সঙ্কটের অবসান, বন্দুকধারীসহ নিহত ১৪

জর্দানের দক্ষিণাঞ্চলীয় শহর কারাকে বন্দুকধারীদের গুলিতে বিদেশী পর্যটকসহ দশজন নিহত হওয়ার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে চার হামলাকারীর মৃত্যু ঘটে। এর মধ্য দিয়ে কয়েক ঘণ্টার জিম্মি সঙ্কটের অবসান হয়। রাজধানী আম্মান থেকে ১২০ কিলোমিটার দূরে কারাক শহরের একটি ঐতিহাসিক দুর্গে রবিবার এ ঘটনা ঘটেছে। খবর এএফপি ও বিবিসির। কারাক পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা প্রথমে টহল পুলিশের উপর হামলা করে। দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে হামলাকারীরা একটি গাড়িতে করে পাহাড়ের চূড়ায় ওই প্রাচীন দুর্গে যায় এবং সেখানে পুলিশপোস্টে হামলা করার পর দুর্গের ভেতরে অবস্থান নেয়। এতে দুর্গের ভেতরে থাকা পর্যটকরা আটকা পড়েন, তৈরি হয় জিম্মি সঙ্কট। পুলিশের ওপর বন্দুকধারীদের হামলার খবর পেয়ে বিশেষ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। সেখানে দীর্ঘ সময় গোলাগুলি চলার পর বিশেষ বাহিনী ওই দুর্গের নিয়ন্ত্রণ নেয়। আটকা পড়া পর্যটকদের অনেকে তার আগেই সেখান থেকে বেরিয়ে যান। নিহতদের মধ্যে একজন কানাডীয় পর্যটক, পাঁচ পুলিশ ও জর্ডানের বেসামরিক নাগরিক রয়েছেন। আহত হয়েছে অন্তত ২৭ জন। আলেপ্পো থেকে অবরুদ্ধ লোকজনকে ফের সরিয়ে নেয়া হচ্ছে সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত আলেপ্পো নগরীর পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশ থেকে অবরুদ্ধ লোকজনকে সরিয়ে নেয়া সোমবার সকাল থেকে ফের শুরু হয়েছে। ইদলিবে বাস পোড়ানোর ঘটনার জেরে প্রক্রিয়াটি বন্ধ হয়ে গিয়েছিল। এদিকে অপসারণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকা সত্ত্বেও রবিবার রাতে সাড়ে ৩০০ মানুষ পূর্বাঞ্চলের একটি এলাকা ছেড়ে চলে যেতে পেরেছে বলে এক মেডিক্যাল কর্মকর্তা জানিয়েছেন। খবর এএফপির। বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের অপসারণ প্রক্রিয়ার ডাক্তার ও স্বেচ্ছাসেবীদের একটি দলের প্রধান ড. আহমদ দবিস বলেছেন, পূর্ব আলেপ্পো থেকে প্রায় ২০টি বাস ভর্তি বেসামরিক লোক নিয়ে শহরের পশ্চিম প্রান্তে পৌঁছেছে। সেখানে প্রায় এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ লোক রয়েছে। জটিল অপসারণ চুক্তির আওতায় ৩০টির বেশি বাস ভর্তি লোক আলেপ্পো ছেড়ে যেতে রাতভর প্রচ- শীতের মধ্যেই অপেক্ষা করেছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইদলিবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি গ্রাম ফুয়া ও কাফ্রায়া থেকেও প্রায় ৫০০ লোক সরিয়ে নেয়া হয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছে, পূর্ব আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত অবরুদ্ধ অংশগুলো থেকে রবিবার রাতে অন্তত ৩৫০ জন বাস ও এ্যাম্বুলেন্স বহরে করে এলাকা ত্যাগ করেছেন।
×