ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ্যামনেস্টির প্রতিবেদন

রাখাইনে রোহিঙ্গা হত্যা মানবতাবিরোধী অপরাধের শামিল

প্রকাশিত: ০৪:০১, ২০ ডিসেম্বর ২০১৬

রাখাইনে রোহিঙ্গা হত্যা মানবতাবিরোধী অপরাধের শামিল

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দেশটিতে বেআইনী হত্যাকাণ্ড, বহু ধর্ষণ, পুরো গ্রাম জ্বালিয়ে দেয়ার মতো ঘটনা ঘটাচ্ছে। রোহিঙ্গা বিরোধী এক অভিযানের অংশ হিসেবে তারা এ কাজ করছে এবং তাদের এ কর্মকাণ্ড মানবতা বিরোধী অপরাধের শামিল হতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক নতুন প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনটি সোমবার প্রকাশিত হয়েছে। খবর বিবিসির। বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের আরাকান প্রদেশে গত দুই মাসেরও বেশি সময় ধরে রোহিঙ্গাদের উপর সেনা অভিযান চলছে। নৃশংসতার অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের ভাষ্য, রাখাইন রাজ্যে তারা সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে সাক্ষাতকার, স্যাটেলাইট থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ এবং ভিডিও ও ফটোর ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করে এ্যামনেস্টি। সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকা বিষয়ক পরিচালক রাফেন্দি ডিজামিন বলেন, মিয়ানমারের সেনাবাহিনী বেসামরিক রোহিঙ্গাদের অনুভূতিহীন ও নিয়মতান্ত্রিক সহিংসতার লক্ষ্যে পরিণত করেছে। একটি সমন্বিত শাস্তির অংশ হিসেবে সেখানে পুরুষ, মহিলা, শিশু, পুরো পরিবার, পুরো গ্রামের উপর হামলা হয়েছে এবং নির্যাতন করা হয়েছে। এই ইস্যুতে আউং সান সুচি তার রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। উদাহরণ হিসেবে ১২ নবেম্বরের একটি ঘটনার বর্ণনা দেয়া হয় এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিজ্ঞপ্তিতে, যেখানে বলা হয়, সেনাবাহিনী রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে মোতায়েন করা দুটি হেলিকপ্টার গানশিপ থেকে নির্বিচারে গুলি চালায়, আতঙ্কে গ্রামবাসী পালাতে থাকে। এই হামলায় অজ্ঞাত সংখ্যক মানুষ মারা যায়। প্রতিবেদনে বলা হয়, নিহতের সংখ্যা অনেক বেশি, যদিও তারা নিহতের সঠিক কোন সংখ্যা নিরূপণ করতে পারেনি। সেনাবাহিনী নারী ও কিশোরীদের ধর্ষণ ও যৌন নিপীড়ন করেছে বলেও এ্যামনেস্টি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। সংস্থাটির হিসেব অনুযায়ী, সহিংস অভিযানের মুখে অক্টোবর থেকে অন্তত ২৭ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে ঢুকেছে।
×