ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমআইএসটির অষ্টাদশ কাউন্সিল সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭:১৪, ১৯ ডিসেম্বর ২০১৬

এমআইএসটির অষ্টাদশ  কাউন্সিল  সভা অনুষ্ঠিত

মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) অষ্টাদশ কাউন্সিল সভা রবিবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রীকে কাউন্সিল সভায় স্বাগত জানান এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল আবুল খায়ের। সভায় এমআইএসটির সংশোধিত পোস্ট গ্র্যাজুয়েট অর্ডিন্যান্স অনুমোদন, বাংলাদেশ নেভাল একাডেমিতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ হতে এমআইএসটির লেভেল-১ প্রোগ্রাম পরিচালনা, এয়ারফোর্স একাডেমির ক্যাডেটদের প্রশিক্ষণের ৩য় বর্ষে ক্যাডেট অবস্থায় ইঞ্জিনিয়ারিংয়ের ২য় বর্ষ অধ্যয়নের জন্য এমআইএসটিতে আগমন, এমআইএসটির আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার সংশোধিত নীতিমালা-২০১৬ সভায় অবগতির জন্য উপস্থাপন এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা নির্ধারণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান, বিইউপির ভিসি, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। -আইএসপিআর
×