ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হিগুয়েনের গোলে রোমাকে হারাল জুভেন্টাস

প্রকাশিত: ০৫:৩৭, ১৯ ডিসেম্বর ২০১৬

হিগুয়েনের গোলে রোমাকে হারাল জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ব্যবধানটা বড় নয়। প্রথমার্ধে আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন ১৪ মিনিটে গোল করেছিলেন। আর একমাত্র সেই গোলেই (১-০) চরম প্রতিদ্বন্দ্বী এএস রোমাকে হারিয়েছে জুভেন্টাস। গত পাঁচবারের চ্যাম্পিয়নরা এবার সিরি ‘এ’র শুরুর দিকে কিছুটা নিজেদের ফর্ম নিয়ে সমস্যায় থাকলেও সেটা কাটিয়ে উঠেছে। রোমার বিরুদ্ধে জয়ের পর এখন ৭ পয়েন্টের বড় ব্যবধান নিয়ে শীর্ষস্থানটা মজবুত করেছে জুভরা। এ কারণেই অধিনায়ক জিয়ানলুইজি বুফন দারুণ খুশি। তিনি মনে করছেন লীগের সবচেয়ে বড় জয়টা পেয়ে গেছে দ্য ওল্ড লেডিরা। এটিকে মৌলিক অর্জন হিসেবে দেখছেন তিনি। লীগের শুরু থেকেই শীর্ষস্থান নিয়ে লড়াইটা চলছিল রোমা, নাপোলি ও জুভেন্টাসের মধ্যে। তবে বেশ কিছুটা পিছিয়ে পড়েছিল জুভেন্টাস। সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। নিজেদের দুর্দান্তভাবে ফিরে পেয়েছে জুভরা। এর পেছনে বড় ভূমিকা ছিল হিগুয়েনের উদ্ভাসিত নৈপুণ্য। একের পর এক সাফল্য এনে দিচ্ছেন তিনি দলকে। রোমার বিরুদ্ধে আরেকটি কঠিন চ্যালেঞ্জের ম্যাচ শনিবার রাতে। সেই ম্যাচেও তার কারণেই পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করল জুভেন্টাস। ম্যাচের ১৪ মিনিটের সময়ই গোল করলেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে নিজেদের মাটিতে খেলা হলেও রোমার বিরুদ্ধে তেমন সুবিধা করতে পারেনি জুভেন্টাস। হিগুয়েনের গোলটি হজম করা ব্যতীত বাকি সময় হাড্ডাহাড্ডি লড়াই করেছে। এ ম্যাচটি জিতলে শীর্ষে থাকা জুভেন্টাসের সঙ্গে মাত্র ১ পয়েন্টের ব্যবধান থাকত। কিন্তু হিগুয়েনের গোলটিই কাল হয়েছে। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে রোমা। জুভেন্টাসের সঙ্গে পার্থক্য কমার বদলে এখন উল্টো বেড়ে দাঁড়িয়েছে ৭ পয়েন্টে। ১৭ ম্যাচে জুভেন্টাস ৪২ পয়েন্ট নিয়ে বেশ শক্ত অবস্থান নিয়ে সবার ওপরে। আর সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে এখনও দুই নম্বরে রোমা। এসি মিলান ৩৩ পয়েন্ট নিয়ে তিনে, ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট করে নিয়ে নাপোলি ও ল্যাজিও যথাক্রমে চার ও পাঁচ নম্বরে। সবমিলিয়ে গুরুত্বপূর্ণ এ জয়ে আপাতত প্রতিপক্ষদের চেয়ে অনেক বেশি নিরাপদ অবস্থানে চলে গেছে জুভেন্টাস। এ কারণে এখন পর্যন্ত লীগের সবচেয়ে বড় জয় হিসেবে এটিকে দেখছেন জুভেন্টাস অধিনায়ক বুফন। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য মৌলিক একটি জয়। কারণ চ্যাম্পিয়নশিপ এখনও অনেক দূরের পথ। এ জয়টা আমাদের এখন আরও বিশ্বাসী করে তুলবে নিজেদের ব্যাপারে। এ কারণে যে মানসিক ভারমুক্তি ঘটেছে সেটা আমাদের বড়দিনের বিরতিতে দারুণ মনোভাব নিয়ে কাটানোর সুযোগ করে দেবে।’ ঘরের মাটিতে এটি টানা ২৫তম জয় জুভেন্টাসের। আগস্ট ২০১৩ থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত টানা ২৫ ম্যাচ জয়ের রেকর্ড করেছিল তারা। তবে কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি জানিয়েছেন যে কোন রেকর্ডের চেয়ে তার কাছে শিরোপা জেতাই গুরুত্বপূর্ণ।
×