ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জয়ে ফিরেছে এ্যাটলেটিকো

প্রকাশিত: ০৫:৩৭, ১৯ ডিসেম্বর ২০১৬

জয়ে ফিরেছে এ্যাটলেটিকো

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে সেভিয়া। শনিবার নিজেদের মাঠে তারা ৪-১ গোলে হারিয়েছে মালাগাকে। তবে মজার ব্যাপার হলো মাত্র ১১ মিনিটের ব্যবধানেই প্রতিপক্ষের জালে চারবার বল জড়ায় তারা। প্রথমার্ধের ২৫ এবং ২৮ মিনিটে দুই গোল করেন ভিয়েট্টো। আর ৩৪ মিনিটে বেন ইয়েদ্দার তৃতীয় এবং ৩৫ মিনিটে মেচিন পেরেজ করেন চতুর্থ গোল। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলেও অগ্রগতি হয়েছে তাদের। বার্সিলোনাকে টপকে অল্প সময়ের জন্য হলেও লীগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সেভিয়া। সেভিয়া ছাড়াও এদিন জয়ের দেখা পেয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল এবং রিয়াল সোসিয়েডাড। গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে এ্যাটলেটিকো মাদ্রিদের। লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লীগেও লড়াই করছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। কিন্তু চলতি মৌসুমেই যেন খেই হারিয়ে ফেলে মাদ্রিদের এই ক্লাবটি। তবে শনিবার জয়ে ফিরেছে এ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগায় এদিন তারা ১-০ গোলে হারিয়েছে লাস পালমাসকে। দুর্দান্ত এক গোল করে এ্যাটলেটিকো মাদ্রিদকে জয় উপহার দেন সাউল নিগুয়েজ। তবে কিছুতেই গোলখরা কাটিয়ে উঠতে পারছেন না এ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসী স্ট্রাইকার এ্যান্তোনি গ্রিজম্যান। এর ফলে হতাশা বেড়েই চলছে গ্রিজম্যানের। অথচ গত মৌসুমেও অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন তিনি। ক্লাব কিংবা জাতীয় দলÑ উভয় জার্সিতেই গোল করাটাকে যেন নিয়মে পরিণত করে ফেলেছিলেন এই প্রতিভাবান ফুটবলার। তার অসাধারণ নৈপুণ্যেই এ বছর ইউরোর ফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স। যদিওবা শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের কাছে হেরে যায় তারা। আর লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লীগে শিরোপার দৌড়ে লড়াই করে গেছে এ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু সেই গ্রিজম্যানই এখন নিজের ছায়া। স্প্যানিশ লা লিগায় ৭৬৯ মিনিট কোন গোলের দেখা পাননি তিনি। গত অক্টোবরে সর্বশেষ গোল করেছিলেন গ্রিজম্যান। ভ্যালেন্সিয়ার বিপক্ষে সেই ম্যাচে তার দলও জয় পেয়েছিল ২-০ গোলে। এরপর থেকেই জালের ঠিকানা খুঁজে পাচ্ছে না তার পাস কিংবা কিক। ফলে ২৫ বছরের এই ফরাসী ফরোয়ার্ড এ্যাটলেটিকো মাদ্রিদে ক্যারিয়ারেরই সবচেয়ে বাজে সময় পার করছেন।
×