ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোঃ জাভেদ হাকিম

শীতের পর্দা...

প্রকাশিত: ০৫:৩৩, ১৯ ডিসেম্বর ২০১৬

শীতের পর্দা...

বছর ঘুরে এখন আবার গায়ে লাগছে শীতের হিমেল হাওয়া। এই মৌসুমকে ঘিরেই চলে অনেকটা বিয়ের প্রস্তুতি। সেই প্রস্তুতির অনেকাংশ জড়িয়ে থাকে ঘরের সৌন্দর্য বর্ধন ও ঠা-া হাওয়া যথা সম্ভব প্রতিরোধের কার্যক্রম। তাই এই শীত মৌসুমে চাই ঘরের দরজা জানালার জন্য মোটা কাপড়ের পর্দা সেই সঙ্গে অনুষ্ঠান উপযোগী দৃষ্টিনন্দন পর্দা ও সোফা কভারের কাপড়। কাপড় কেনার পর পর্দা তৈরির মধ্যেও রয়েছে নানান ডিজাইনের নান্দনিকতা। ডিজাইনের ওপর নির্ভর করেই পর্দার মজুরি নির্ধারণ করা হয়। বর্তমানে সবচাইতে বেশি চলছে আইলেট দিয়ে তৈরি পর্দা। এর মজুরিও কিছুটা বেশি। যেখানে রিং দিয়ে প্রতি পর্দার মজুরি ৪০ টাকা হতে ৭০ টাকা নেয়া হয় সেখানে নরমাল আইলেট দিয়ে বানালে ওর খরচ পরে ১৭০ হতে ২০০ টাকা পর্যন্ত। তবে মজুরি যাই হোক আইলেট দিয়ে পর্দা বানালে-তার সৌন্দর্যই হয় অন্যরকম। এই শীতে ক্রেতাদের চাহিদা মিটাতে, পুরান ঢাকার ইসলামপুর চায়না মার্কেট বেইজমেন্টে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী পর্দা-সোফা-চাদর ও গাড়ির সিট- কভারের কাপড়ের পাইকারি বিক্রয় প্রতিষ্ঠান এ. হাকিম ট্রেডার্স ক্রেতাদের জন্য দেশী-বিদেশী নিত্য নতুন সকল প্রকার কাপড়ের প্রচুর পসরা সাজিয়েছে। শীত এলে বাঙালীর ঘরে বিয়ের ধুম লাগে। প্রতিষ্ঠানটি সেরকম চিন্তা থেকেও দেশী কাপড়ে এনছে ভিন্ন মাত্রার ফ্যাশনেবল লুক। বসার সোফা সেটের কভারটাও চাই নতুনত্ব ডিজাইনের। ঘরের আভিজাত্য ফুটিয়ে তুলতে দৃষ্টি নন্দন পর্দা-সোফা কভারের বিকল্প অন্য কিছু নেই। রুচি সম্মত পর্দা ও সোফা কভার তৈরি করতে বেশ কয়েক দিন সময়ের প্রয়োজন হয় তাই যে কোন অনুষ্ঠানের আগে ভাগেই, ঘরের সৌন্দর্যের জন্য প্রস্তুতি নেয়া দরকার। তুলনামূলক কম দরে দেশী কাপড়ের মধ্যে রয়েছে মানসম্পন্ন হরেক ডিজাইন ও রঙের দৃষ্টিনন্দন পর্দা কাপড়। ফ্যাশনেবল চায়না পর্দা ও সোফা কভারের কাপড়ও পাওয়া যাবে হাজার টাকা গজ পর্যন্ত। এছাড়া তাঁতের গ্রামীণ ও চায়না নেট পর্দা কাপড়ও মিলবে তাদের সাজানো পসরা হতে। আরও মিলবে সোফা সেটের কুশন ও কুশন কভার। এখানে মান সম্পন্ন তৈরি চাদর ও দেশী কাপড় দিয়ে তৈরি পর্দাও পাওয়া যাবে। পাইকারদের পাশাপাশি সাধারণ ক্রেতারাও সাশ্রয়ী মূল্যে পর্দা-সোফা কভারের কাপড় কিনে, পছন্দ মতো তৈরি করার জন্য অর্ডার দিয়ে আসতে পারেন। সাপ্তাহিক ছুটি শুক্রবার বাদে সপ্তাহের প্রতি দিন সকাল ১০টা হতে রাত ৭টা পর্যন্ত খোলা থাকে। মোটা কাপড়ের পর্দা বিদেশীর পাশাপাশি দেশীয় কাপড়ের মধ্যেও নানান ডিজাইনের হয়ে থাকে। কাপড়ের মান ও ডিজাইান এবং দেশী-বিদেশীর ওপর নির্ভর করে মূল্যও বিভিন্ন হয়ে থাকে। দেশীয় মোটা কাপড়গুলোর প্রতি গজ ৭০ হতে ১৫০ টাকা পর্যন্ত আর বিদেশী কাপড়ের প্রতি গজ ৪৫০ টাকা হতে ৭০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এগুলোর বহর দেশী কাপড় ৪৪/৪৫ ইঞ্চি আর বিদেশী কাপড় গুলোর বহর ১০৮ ইঞ্চি। এসব পর্দা কাপড় রাজধানীর বিভিন্ন মার্কেটে যেমন নিউ মার্কেট, গুলশান-২, এলিফ্যান্ট রোড ও তালতলা মার্কেট এবং ইসলামপুরের পাইকারি মার্কেটগুলোতে পাওয়া যাবে।
×