ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উত্তরা ভার্সিটিতে ওয়ার্কশপ

প্রকাশিত: ০৫:৩০, ১৯ ডিসেম্বর ২০১৬

উত্তরা ভার্সিটিতে  ওয়ার্কশপ

১৭ ডিসেম্বর ঢাকার উত্তরায় উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ‘এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন হায়ার এডুকেশন : স্পেশাল ইন টিচার এডুকেশন’-এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য ও কীনোট উপস্থাপন করেন উত্তরা ইউনিভার্সিটি শিক্ষা বিভাগের চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম। প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. এসএম ওয়াহিদুজ্জামান, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদতর। বিশেষ অতিথি ছিলেন রূহী রহমান, অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়; প্রফেসর মাহাবুবুর রহমান, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। অতিথি ছিলেন প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা, প্রো-ভাইস চ্যান্সেলর উত্তরা ইউনিভার্সিটি। ওয়ার্কশপে ফেসিলিটেটরস্ হিসেবে ছিলেন যথাক্রমে প্রফেসর ড. হোসনে আরা বেগম, পরিচালক, আইইআর, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. আব্দুল আউয়াল খান, প্রফেসর ড. আজহারুল ইসলাম, আইইআর, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর একেএম মোজাম্মেল হক, পরীক্ষা নিয়ন্ত্রক, উত্তরা ইউনিভার্সিটি। সভাপতিত্ব করেন প্রফেসর ড. এম আজিজুর রহমান, ভাইস চ্যান্সেলর, উত্তরা ইউনিভার্সিটি। Ñবিজ্ঞপ্তি
×