ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে ঘটছে দুর্ঘটনা

প্রকাশিত: ০৫:২৯, ১৯ ডিসেম্বর ২০১৬

জয়পুরহাটে ঘটছে  দুর্ঘটনা

নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, শ্যালো ইঞ্জিনচালিত অনুনমোদিত করিমন, নসিমন, ভটভটি, বেবিটেক্সি, মেসি, শ্যালো মেশিনচালিত ভ্যান ও তাদের অদক্ষ চালকের দাপটে জয়পুরহাট জেলার অভ্যন্তরীণ সড়কগুলো নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও কার্যকর কোন পদক্ষেপ না থাকার ফলে ও একশ্রেণীর নামধারী শ্রমিকের বেপরোয়া আচরণের কারণে এসব অবৈধ যানবাহনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। জেলার প্রায় ১০টি অভ্যন্তরীণ রুটে এসব অবৈধ যানবাহন চলাচল করে পুলিশকে নিয়মিত মাসোহারা দেয় বলে অভিযোগ। জয়পুরহাটের যে রুটগুলোতে অবৈধ এ গাড়িগুলো চলাচল করে সেগুলো হলো জয়পুরহাট-বগুড়া, জয়পুরহাট-শান্তাহার, জয়পুরহাট-মঙ্গলবাড়ি, জয়পুরহাট-পাঁচবিবি-হিলি, জয়পুরহাট-গোবিন্দগঞ্জ, পাঁচবিবি-গোবিন্দগঞ্জ, জয়পুরহাট-গোবরচাপা-নওগাঁ, জয়পুরহাট-মলামগাড়ি, আক্কেলপুর-বগুড়া, জয়পুরহাট-ক্ষেতলাল। জয়পুরহাটের মোটর শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতি একাধিকবার এ অবৈধ যানবাহন চলাচল বন্ধে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অভিযোগ দিলেও তা বন্ধ হয়নি। প্রশাসনের অহেতুক নীরবতার প্রতিবাদে মোটর শ্রমিক ইউনিয়ন ইতোপূর্বে পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। জেলার শিশু সংগঠনগুলো এ ব্যাপারে সাংবাদিকদের জানান জয়পুরহাটের সড়কগুলোর যে অবৈধ যানবাহন নিরাপত্তাহীন করে তুলেছে তা অভিভাবকদের ভাবিয়ে তুলেছে।
×