ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১১ দফা দাবিতে

শেভরনের কর্মচারীদের মানববন্ধন

প্রকাশিত: ০৫:২৮, ১৯ ডিসেম্বর ২০১৬

শেভরনের কর্মচারীদের  মানববন্ধন

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ চাকরি স্থায়ীকরণসহ ১১ দফা দাবিতে বহুজাতিক গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরনের অস্থায়ী কর্মচারীরা রবিবার সকালে সিলেটের লাক্কাতুরার জালালাবাদ গাসক্ষেত্রের সামনে মানববন্ধন করেছে। জালালবাদসহ সিলেটের তিনটি গ্যাসক্ষেত্র শেভরনের নিয়ন্ত্রণে রয়েছে। আন্দোলনকারী বুধ চন্দ্র শর্মা বলেন, শেভরনে প্রায় আটশ অস্থায়ী কর্মী রয়েছেন। যাদের বেশিরভাগ নিরাপত্তা শাখায় কর্মরত। এদের মধ্যে জালালাবাদ গ্যাসক্ষেত্রে অস্থায়ী কর্মী আছেন ২৩২ জন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা চাকরি স্থায়ীকরণসহ ১১ দফা দাবি জানিয়ে আসছি। কিন্তু কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছে না। সম্প্রতি গণমাধ্যম সূত্রে জানতে পারি শেভরন বাংলাদেশের ব্যবসা বিক্রি করে দিচ্ছে। ফলে চাকরি হারানোর আতঙ্কে রয়েছি আমরা। এজন্য বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। পর্যায়ক্রমে অন্যান্য গ্যাসক্ষেত্রে কর্মরত শ্রমিকরাও আন্দোলনে নামবে। দাবি আদায়ের লক্ষ্যে রবিবার বেলা ১১টায় শেভরন সিলেটের প্রধান কার্যালয় লাক্কাতুরায় শেভরনে কর্মরতরা অফিস ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে মানববন্ধন করেন। ১১ দফা দাবির মধ্যে রয়েছে বকেয়া বাৎসরিক মুনাফা আদায়, চাকরি স্থায়ীকরণ, প্রতিবছর বাৎসরিক বেতন বৃদ্ধি, শ্রমিক কল্যাণ তহবিল সংযুক্তকরণ, জ্বালানি খনিজ ক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদেন ঝুঁকি ভাতা সংযুক্তকরণ, শ্রমিক কর্মচারীদের বাসস্থান ও যোগাযোগ ভাতা সংযুক্তকরণ, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বৈষম্য নীতি দূরীকরণ, অনাদায়ী ছুটি নগদিকরণ, সাপ্তাহিক ছুটি দুই দিন ধার্য করা, প্রত্যেক শ্রমিক কর্মচারীকে বীমায় সংযুক্তকরণ ও বেতন বৈষম্য দূরীকরণ।
×