ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হত্যা মামলায় ভৈরবে বিএনপি নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৫:২৭, ১৯ ডিসেম্বর ২০১৬

হত্যা মামলায়  ভৈরবে বিএনপি নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৮ ডিসেম্বর ॥ পৌর বিএনপির সহসভাপতি সাবেক পৌর কাউন্সিলর আক্তারুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিক্সাচালক আবদুর রহমান হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে রাতে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী বাসে ইট-পাটকেল ছোড়ে অবরোধ সমর্থকরা। ওই ইটের আঘাতে বাসের যাত্রী আবদুর রহমান মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৭ ফেব্রুয়ারি তিনি মারা যান। ওই ঘটনায় নিহত আবদুর রহমানের স্ত্রী মোমেনা বেগম বাদী হয়ে চলতি বছরের ২৫ জুন বিএনপির অজ্ঞাত নেতাকর্মীদের অভিযুক্ত করে ভৈরব থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আক্তারুজ্জামানকে গ্রেফতার করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নাজমুল আলম। এদিকে মামলাটিকে বানোয়াট ও মিথ্যা আখ্যা দিয়ে আক্তারুজ্জামানকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। তিনি এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং আক্তারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
×