ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ ভৈরব মুক্ত দিবস

প্রকাশিত: ০৫:২৬, ১৯ ডিসেম্বর ২০১৬

আজ ভৈরব মুক্ত দিবস

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৮ ডিসেম্বর ॥ ১৯ ডিসেম্বর ভৈরব মুক্ত দিবস। স্বাধীনতার রক্ত সূর্য উদয় ও বিজয় দিবস ১৬ ডিসেম্বর হলেও ভৈরব শহর শত্রুমুক্ত হয়েছিল ১৯ ডিসেম্বর। ’৭১-এর এই দিন পাকসেনারা তাদের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ করে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর আগে ভৈরবে অবস্থানরত পাকসেনারা বিশ্বাস করতে পারছিল না তারা পরাজিত হয়েছে। ১৬ ডিসেম্বর রেডিওতে ঘোষণার পরও তারা ১৯ ডিসেম্বর মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। ১৪ ডিসেম্বর থেকে মুক্তিযোদ্ধারা ভৈরব শহরকে ঘিরে রাখে। তখন হানাদার বাহিনী ও আলবদর রাজাকাররা শহরের উপকণ্ঠে বন্দী জীবনযাপন করতে থাকে। তারা খাদ্যের অভাবে আরও দুর্বল হয়ে পড়ে। তারপরও পাকসেনারা ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করেনি। তাদের হাইকমান্ড ১৮ ডিসেম্বর রাতে বিকল্প ব্যবস্থায় ভৈরবে সংবাদ পাঠানোর পর ১৯ ডিসেম্বর তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তখন ভৈরব শহর শত্রুমুক্ত হয়। আনন্দে আত্মহারা হয় শহর ও গ্রামবাসী। ১৯ ডিসেম্বর সকালেই মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা ভৈরব প্রবেশ করে।
×