ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩৬০ দুয়ারী যশোর কালেক্টরেট ভবন রক্ষায় ৩৬ আইনজীবীর আবেদন

প্রকাশিত: ০৫:২৬, ১৯ ডিসেম্বর ২০১৬

৩৬০ দুয়ারী যশোর কালেক্টরেট ভবন রক্ষায় ৩৬ আইনজীবীর আবেদন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যুক্ত বাংলার প্রথম জেলা যশোরের ঐতিহ্য ও ইতিহাস বহনকারী ৩৬০ দুয়ারী কালেক্টরেট ভবন রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন ৩৬ আইনজীবী। জেলা প্রশাসকের মাধ্যমে এই আবেদনপত্রে তাঁরা বলেছেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় এই ভবনেই প্রথম উড়েছিল বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা। এই ভবনেই রয়েছে জেলার প্রধান কোষাগার (ট্রেজারি)। রয়েছে শত বছরের কোটি কোটি টাকার সম্পাদ। এই ভবন আর সম্পদ রক্ষায় স্বাধীনতাপরবর্তী সময়ে সেখানে একটি পুলিশ ব্যারাক নির্মাণ করা হয়। ভবনের উত্তর পাশে নিয়াজ পার্কসহ বৃক্ষ রাজিতে সাজানো ছায়া সুনিবিড় ক্যাম্পাস। সকাল সাজে প্রশান্তির পরশ নিতে নবীন প্রবীণ সকলে আসে। ঐতিহ্য ধারণ করে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ পরিবেশিত হয় বিটিভিতে। দুঃখের বিষয় হলো আজ সেখানে অবসরপ্রাপ্ত কতিপয় কর্মকর্তা কর্মচারীর ইন্ধনে ভবনের সংরক্ষিত এলাকার পূর্বদিকের বড় বড় গাছ কেটে দোকান ঘর করার চক্রান্ত শুরু হয়েছে। এই অবস্থায় বিজয়ের মাসেই ভবনের সুরক্ষিত এলাকাটি রক্ষার আবেদন করা হয়েছে আবেদনপত্রে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন, এ্যাডভোকেট মাহাবুব আলম বাচ্চু, কাজী বাহাউদ্দীন ইকবাল, গাজী আব্দুল কাদির, শাহানুর আলম শাহীন, সৈয়দ কামরুল ইসলাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, রুহুল কুদ্দুস কচি প্রমুখ।
×