ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কর্মশালায় শহীদুল হক

সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধে পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় খুবই জরুরী

প্রকাশিত: ০৫:২৪, ১৯ ডিসেম্বর ২০১৬

 সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধে পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় খুবই জরুরী

কূটনৈতিক রিপোর্টার ॥ পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেছেন, সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় খুবই জরুরী। বিশেষ করে পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন তিনি। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সন্ত্রাসবাদ অর্থায়ন বন্ধ নিয়ে দুই দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতিসংঘের সার্বিক সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। শহীদুল হক বলেন, সন্ত্রাসবাদে অর্থায়নের বিষয়ে আমরা দেখেছি, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, বিশেষ করে পুলিশ ও প্রশাসনের মধ্যে। আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি সমন্বয় বাড়াতে। তিনি বলেন, সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করতে তিনটি জিনিস খুবই জরুরী। এগুলো হলো- রাজনৈতিক সদিচ্ছা, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং পরিকল্পনা বাস্তবায়ন। বর্তমানে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সন্ত্রাসী কর্মকা-ে অর্থ আদান-প্রদান কোথা থেকে এবং কার কার কাছ থেকে হচ্ছে সেটি শনাক্ত করা। বাংলাদেশ সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করতে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন ও বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হয়েছে। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, সন্ত্রাসবাদ ঠেকাতে পাঁচটি ‘সি’ দরকার। কোঅপারেশন, কোঅরডিনেশন, কোহ্যারেন্স, কমিটমেন্ট ও কারেজ। তবে সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য সবার আগে দরকার সাহস। উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই কর্মশালায় সরকারের বিভিন্ন বিভাগের ৩৫ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
×