ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাবারের বিল ৩৪ লাখ রুপী!

প্রকাশিত: ০৫:২৪, ১৯ ডিসেম্বর ২০১৬

খাবারের বিল ৩৪ লাখ রুপী!

কথায় বলে কব্জি ডুবিয়ে খাওয়া। আবার খাওয়ার সময় হুঁশ-জ্ঞান না থাকা। অথবা খাবারের এমন স্বাদ যে, লাজ-লজ্জা ভুলে খাওয়া। সম্প্রতি ঠিক এমনই এক ঘটনা ঘটেছে পাকিস্তানে। সফরসঙ্গীসহ সম্প্রতি বেলুচিস্তান সফরে যান পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বেলুচিস্তানের অভিজাত সেরেনা হোটেলে উঠেন পাক প্রধানমন্ত্রী। অবশ্য হোটেলে প্রবেশের দুই দিন আগে খাবারের তালিকা পাঠায় তার দফতর। প্রধানমন্ত্রী তার নির্দিষ্ট কাজ সেরে হোটেলে ফিরে দলবলে খেতে বসেন। খাওয়া শেষে বলা হয় তাদের বিল হয়েছে ৩৪ লাখ ২৫ হাজার রুপী। খবর শুনে প্রধানমন্ত্রীর দেখভালের দায়িত্বে থাকা কর্মকর্তার চোখ যেন ছানাবড়া। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। ঘটনাটি এখন পাকিস্তানে একটি আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। -ডেইলি পাকিস্তান অবলম্বনে
×