ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম প্রেসক্লাবে হামলা অভিভাবকদের ক্ষমা প্রার্থনায় জামিন মিলল ৪ যুবকের

প্রকাশিত: ০৫:২২, ১৯ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রাম প্রেসক্লাবে হামলা  অভিভাবকদের ক্ষমা  প্রার্থনায় জামিন মিলল ৪ যুবকের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর ৬ ডিসেম্বর হামলার ঘটনায় কারাগারে আটক চার যুবকের অভিভাবকগণ লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় শনিবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নেতৃবৃন্দের সঙ্গে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকের শর্তানুসারে রবিবার চার যুবকের জামিন আবেদন করা হলে চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শাহাদাত হোসেন ভূঁইয়া তা মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলেন, অজয় দত্ত, পিয়াল শর্ম্মা, নয়ন সরকার ও অনুভব মজুমদার। গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্তসহ জন্মষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ ও চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ৬ ডিসেম্বরের অনাকাক্সিক্ষত ঘটনার জন্য আটক যুবকদের ক্ষমা করে দেয়ার জন্য মামলার বাদীরাসহ চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে আবেদন জানান।
×