ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে ॥ চালক ও দিনমজুরসহ নিহত ৪

প্রকাশিত: ০৫:২২, ১৯ ডিসেম্বর ২০১৬

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে ॥ চালক ও দিনমজুরসহ নিহত ৪

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপ খাদে পড়ে দিনমজুর ও চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। হতাহতরা সবাই পিকআপের আরোহী। রবিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ নেত্রকোনার কলমাকান্দার বাতসাতরা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে রেণু মিয়া (২৭), মোসলেম উদ্দিনের ছেলে ফরিদ মিয়া (৩০), মনর আলীর ছেলে মোঃ ফরিদ (৩৫) ও পিকআপের অজ্ঞাত চালক (৩৫)। জানা যায়, রবিবার সকালে মুন্সীগঞ্জ থেকে পিকআপে করে ১৮ দিনমজুর কাজ শেষে গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দায় যাচ্ছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে পিকআপটি গাজীপুরের কালীগঞ্জের উলুখোলা ব্রিজের কাছে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ঢাকা-বাইপাস সড়কের পাশে একটি গাছের সঙ্গে পিকআপটি সজোরে ধাক্কা খায়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে ভেঙ্গে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ১৮ শ্রমিকের সবাই আহত হন। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তারিক হাসান জানান, হাসপাতালে চারজনকে মৃতাবস্থায় এবং ১৪ জনকে আহতাবস্থায় আনা হয়েছে। তাদের মধ্যে বাতসাতরা গ্রামের মোন্তাজ উদ্দিনের ছেলে আলম (১৯), আলী হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২০), মোসলেম উদ্দিনের ছেলে কামাল উদ্দিন (২৫), সুরুজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (১৮), আব্দুল মজিদের ছেলে আব্দুর রশিদ (৪০) ও শান্ত মিয়াসহ (৪৫) আটজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। এর আগে শনিবার সকাল পৌনে সাতটার দিকে গাজীপুর সিটির ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের পশ্চিম পাশে ইটাহাটা এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন নিহত হয়। শেরপুরে হেলপার নিহত ॥ নিজস্ব সংবাদদাতা জানান, নালিতাবাড়ীতে ট্রলি উল্টে রাশেদুল ইসলাম (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন। রবিবার দুপুরে নালিতাবাড়ী-শেরপুর সড়কের কাপাসিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নড়াইল ॥ নিজস্ব সংবাদদাতা জানান, রবিবার বেলা ১১টার দিকে নড়াইল থেকে মাওয়াগামী যাত্রীবাহী বাস শহরের অদূরে মালিবাগ মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহত দুজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
×