ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

নড়াইলের তিন রাজাকারের বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন দাখিল

প্রকাশিত: ০৫:২২, ১৯ ডিসেম্বর ২০১৬

নড়াইলের তিন রাজাকারের বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন  দাখিল

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নড়াইলের আব্দুল ওয়াহাবসহ তিন রাজাকারের বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিন মাসের সময় চাওয়া হলে ট্রাইব্যুনাল পরবর্তী দিন নির্ধারণ করেছে ১৫ ফেব্রুয়ারি। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রবিবার এ আদেশ প্রদান করে। এ সময় প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর রিজিয়া সুলতানা চমন। ট্রাইব্যুনালের আদেশের পর প্রসিকিউটর রিজিয়া সুলতানা চমন জনকণ্ঠকে বলেন, তিন রাজাকারের মধ্যে জল্লাদ আব্দুল ওহাব ও জল্লাদ ওমর আলী শেখ গ্রেফতার রয়েছে। রাজাকার খন্দকার শওকত আলী বাবুল পলাতক রয়েছে। আব্দুল ওহাবকে গত বছর ১০ ডিসেম্বর রাতে সদর উপজেলার ফুলশ্বর গ্রামের নিজ বাড়ি থেকে এবং জল্লাদ ওমর আলী শেখকে বরাশুলা থেকে ২ ফেব্রুয়ারি গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার এ দুই আসামিকে ট্রাইব্যুনালের আদেশের পর যুদ্ধাপরাধী মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, নড়াইলের এই তিন রাজাকারের বিরুদ্ধে হত্যা, গণহত্যাসহ মোট ৬টি অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্ত করছেন তদন্ত সংস্থার কর্মকর্তা আব্দুল মামুন।
×