ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পর্যটন খাতের প্রধান বাধা অবকাঠামোগত দুর্বলতা ॥ মেনন

প্রকাশিত: ০৫:২১, ১৯ ডিসেম্বর ২০১৬

পর্যটন খাতের প্রধান বাধা অবকাঠামোগত দুর্বলতা ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ অবকাঠামোগত দুর্বলতাই পর্যটন খাতের প্রধান বাধা বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। রবিবার রাজধানীর মহাখালীতে অবকাশ হোটেলের সম্মেলন কক্ষে ‘বর্তমান অবস্থায় পর্যটন খাতের ইমেজ পুনরুদ্ধারে সংবাদকর্মীদের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ কর্মশালার আয়োজন করে পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এ্যাভিয়েশন এ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)। সংগঠনের সভাপতি নাদিরা কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অপরুপ চৌধুরী ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা আকতারুজ্জামান খান কবির। মেনন বলেন, পর্যটন খাতের সঠিক পরিচর্যা করতে পারলে গার্মেন্টস শিল্পের পরেই এই শিল্প থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। পর্যটন খাত থেকে যা আয় হয়, তার শতভাগই বাংলাদেশে থেকে যায়। কিন্তু, অন্য খাত থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার বেশিরভাগই আবার বিদেশেই চলে যায়। পর্যটন খাতের সংবাদকর্মীদের ভূমিকার বিষয়ে তিনি বলেন, পর্যটন খাতের উন্নয়নে সংবাদকর্মীরা বড় ধরনের ভূমিকা পালন করতে পারেন।
×