ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইভী ও সাখাওয়াতের দিনভর প্রচার, গণসংযোগ

প্রকাশিত: ০৫:২১, ১৯ ডিসেম্বর ২০১৬

আইভী ও সাখাওয়াতের দিনভর প্রচার, গণসংযোগ

স্টাফ রিপোর্টার/নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। আগামীকাল মঙ্গলবার মধ্যরাতে শেষ হবে সব ধরনের নির্বাচনী প্রচার। রবিবারও আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভী ও বিএনপির মেয়রপ্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দিনভর বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালিয়েছেন। দুই প্রার্থীর পক্ষে প্রতিদিনই দলের কেন্দ্রীয় নেতারা অংশ নিচ্ছেন প্রচারে। মেয়রপ্রার্থীদের মতো সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ডের ১৯৪ কাউন্সিলর প্রার্থীও প্রচার চালিয়েছেন। কাউন্সিলর প্রার্থীরা ওয়ার্ডের অলিগলি, পাড়া-মহল্লা, হাটবাজার, দোকানপাটে গিয়ে নানামুখী প্রচার চালাচ্ছেন। রবিবার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ‘ভোটার স্লিপ’ বিতরণ করতে দেখা গেছে। ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে তাদের নিয়োজিত লোকজনও লিফলেট বিতরণ করে প্রচার চালাচ্ছেন। রবিবার মেয়রপ্রার্থী আইভী ১১, ১২ ও ১৩নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। অন্যদিকে এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডে গিয়ে গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, সকল পেশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে ধানের শীষের পক্ষে জোর আওয়াজ উঠেছে। নৌকার বিজয় নিশ্চিত -আইভী ॥ রবিবার ১১, ১২ ও ১৩নং ওয়ার্ডে গণসংযোগকালে আইভী বলেন, সরকারী দল হিসেবে কোন ধরনের পক্ষপাতিত্ব চাই না, প্রভাব চাই না, কিছুই চাই না। শুধু চাই, নারায়ণগঞ্জে যেন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হয়। এ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অদৃশ্য তৃতীয় শক্তির আলোচনা চলছেÑ এমন এক প্রশ্নের জবাবে আইভী বলেন, আমি একটা কথাই বলবÑ যত পক্ষের আলোচনাই হোক না কেন, তৃতীয় পক্ষ হোক, চতুর্থ পক্ষ হোক, যদি ইসি (নির্বাচন কমিশন) শক্ত ভূমিকা পালন করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তৎপর থাকে, তবে কারও কোন ক্ষমতা নেই কলকাঠি নাড়ার। কারণ সমস্ত নেতাকর্মীই আমার সঙ্গে আছেন। সিদ্ধিরগঞ্জের ওসি পরিবর্তন প্রসঙ্গে আইভী বলেন, আমি অবশ্যই সিদ্ধিরগঞ্জ থানার ওসি পরিবর্তন চাই। কারণ তিনি বিতর্কিত ভূমিকা পালন করছেন। শুধু সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগের লোকজন নয়, সবার দাবি সিদ্ধিরগঞ্জের ওসি পরিবর্তন করা হোক। তিনি নিরপেক্ষ নির্বাচন দাবি করে বলেন, ফলাফল যাই হোক, আমি অবশ্যই মেনে নেব। আইভীর গণসংযোগ ॥ রবিবার আইভী (নৌকা) ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। তিনি সকাল সাড়ে নয়টায় এম সার্কাস থেকে গণসংযোগ শুরু করেন। পরে তিনি ১১নং ওয়ার্ডের কিলারপুল, খানপুর ও তল্লা, ১২নং ওয়ার্ডের খানপুর, ডন চেম্বার, চাষাঢ়া, মিশনপাড়া ও ১৩নং ওয়ার্ডের আমলাপাড়া, গলাচিপা কলেজ রোড, জামতলা ও মাসদাইরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। আইভী গণসংযোগ করতে গেলে ভোটাররা ফুল ছিটিয়ে স্বাগত জানান। এদিকে আইভীর পক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, গণশিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপাসহ অনেক কেন্দ্রীয় নেতা গণসংযোগে অংশ নেন। সুজিত রায় নন্দী বন্দর এলাকায় গণসংযোগ করেন। অপরদিকে শামসুন নাহার চাঁপাসহ কেন্দ্রীয় নেতারা নগরীর বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আইভীর পক্ষে লিফলেট বিলি করেন এবং নৌকা মার্কায় ভোট ও দোয়া চান। ধানের শীষের পক্ষে আওয়াজ উঠেছে - সাখাওয়াত ॥ সাখাওয়াত হোসেন খান রবিবার ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডে গণসংযোগকালে বলেন, আমরা বিরোধী দল। আমরা এ নির্বাচনে অংশ নিয়েছি মানুষের যে ভোটের অধিকার দীর্ঘদিন ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, সেই গণতন্ত্রের অধিকার পুনরুদ্ধারের জন্য। সেই গণতন্ত্র অধিকার পুনরুদ্ধার আন্দোলনে বন্দর, সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জের মানুষ একাকার হয়ে গেছে। সকল পেশা ধর্ম-বর্ণ নির্বিশেষে ধানের শীষ ও পরিবর্তনের পক্ষে জোর আওয়াজ উঠেছে। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে। নৌকা প্রতীক টাঙানো প্রসঙ্গে তিনি বলেন, যে নৌকা টাঙানো হয়েছে, এই নৌকা টাঙানোর আইনগত অধিকার কিন্তু নেই কিন্তু নির্বাচন কমিশন এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না। সাখাওয়াতের গণসংযোগ ॥ সাখাওয়াত হোসেন রবিবার ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডে গণসংযোগ করেন। ২২নং ওয়ার্ডের রাজবাড়ী, ইলসন রোড ও র‌্যালি আবাসিক এলাকা, ২৩নং ওয়ার্ডের নবীগঞ্জ, একরামপুর ও ইস্পাহানি এলাকা ও ২৪নং ওয়ার্ডের চৌরাপাড়া, দেউলি, নবীগঞ্জ ও কাইতাখালি ও আমিরাবাদসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় সাখাওয়াতের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়া হয়। সাখাওয়াতের সঙ্গে দলের নেতাকর্মীরাও ছিলেন। সাখাওয়াতের পক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খোন্দকার মাহবুব হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এ্যাডভোকেট শিরিন আক্তারসহ কেন্দ্রীয় নেতারা বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ এবং লিফলেট বিলি করেন। ভোটার স্লিপ বিতরণ ॥ আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নাসিক নির্বাচনে মোট ভোটার চার লাখ ৭৪ হাজার ৯৩১ জন। এদের মধ্যে মহিলা ভোটার দুই লাখ ৩৫ হাজার ২৬৯ জন এবং পুরুষ ভোটার দুই লাখ ৩৯ হাজার ৬৬২ জন। কাউন্সিলর প্রার্থীদের পক্ষে তাদের লোকজন বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিতরণ করছেন। ১নং ওয়ার্ডের ভোটার দেলোয়ারা বেগম জানান, এ পর্যন্ত তিন কাউন্সিলর প্রার্থীর লোকজন ভোটার স্লিপ বাড়িতে দিয়ে গেছেন। অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান ॥ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে শনিবার রাতে ‘রোভাস্ট’ অভিযান শুরু করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর সিরাজদৌল্লাহ সড়কে একজন পরিদর্শকের নেতৃত্বে ৩০ জন পুলিশের একটি দল সন্ধ্যা ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়েছে। একইভাবে পরদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা অভিযান চালিয়েছে। ওসি পরিবর্তনের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের বক্তব্য ॥ আইভীর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বলেন, ওসি পরিবর্তনের বিষয়ে আমার কাছে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি আপনাদের কাছ থেকে জানতে পারলাম। যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়, সে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
×