ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নিন ॥ নাসিম

প্রকাশিত: ০৫:১৭, ১৯ ডিসেম্বর ২০১৬

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নিন ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটির বিষয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে আপনাদের পরামর্শ দিয়ে আসার বিষয়টি স্বাগত জানাই। রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনে যে সিদ্ধান্ত দেবেন তা আওয়ামী লীগ ও ১৪ দল মেনে নেবে। আশাকরি আপনারাও মেনে নেবেন। এ নিয়ে কোন ধরনের ঝামেলা করবেন না। রবিবার বিকেলে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জাতীয় পার্টি (জেপি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় পার্টি জেপির সভাপতি এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলাম বক্তব্য রাখেন। ২০১৯ সালের নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে উল্লেখ করে খালেদা জিয়ার উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালের নির্বাচনের আগে পর্যন্ত কোন ধরনের নেতিবাচক রাজনীতি করবেন না। জ্বালাও-পোড়াও করবেন না। নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে। আপনারা জনগণের প্রতি আস্থা রেখে নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল। তাই আমাদের জনগণের প্রতি আস্থা আছে। জনগণের প্রতি আস্থা রেখেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭০ সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিলেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ যে রায় দেবে তা আমরা মেনে নেব বলেও জানান নাসিম। জাতীয় মোল্যুকুলার রিসার্চ সেন্টার নির্মাণ ॥ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় মোল্যুকুলার রিসার্চ সেন্টার নির্মাণের জন্য রাজধানীর মহাখালীতে বিএমআরসি ভবন সংলগ্ন তিন একর জমি নির্ধারণ করা হয়েছে। রবিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সেন্টার নির্মাণের জন্য জায়গা বরাদ্দের বিষয়ে এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বরাদ্দকৃত স্থান থেকে প্রয়োজন অনুযায়ী জমি ব্যবহার করে বাকি অংশ স্বাস্থ্য বিভাগের অনুকূলে ন্যস্ত করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) ভাইস চেয়ারম্যান, সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত, বিএসএমএমইউ-এর উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলামসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
×