ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যু

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ

প্রকাশিত: ০৫:১৭, ১৯ ডিসেম্বর ২০১৬

 ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী  আসছেন  আজ

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা সমস্যাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আজ সোমবার ঢাকা আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক দূত রুশনারা আলী এমপি রবিবার ঢাকায় এসেছেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত ডেভিড এন স্যাপারস্টাইন চলতি সপ্তাহে বাংলাদেশ সফর করবেন। সূত্র জানায়, রোহিঙ্গা সমস্যাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আজ সোমবার ঢাকা আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি। তিনি মিয়ানমার হয়ে ঢাকা আসবেন। সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মঙ্গলবার বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কেননা মিয়ানমারের স্টেট কাউন্সিলর আউং সান সুচি আজ সোমবার রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য ইয়াঙ্গুনে এক বৈঠক ডেকেছেন। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই বৈঠকে অংশগ্রহণ শেষে বাংলাদেশে আসবেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান রোহিঙ্গা-সঙ্কট নিয়ে আলোচনার জন্য বৈঠক ডেকেছে মিয়ানমার। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানে গত দুই মাসে ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে ওই অঞ্চল থেকে পালাতে বাধ্য হয়েছে। যাদের অনেকেই বাংলাদেশে ঢুকেছে। পালিয়ে আসা রোহিঙ্গারা অভিযোগ করেছে, সেনারা তাদের স্বজনদের হত্যা করার পাশাপাশি নারী ও শিশুদের ধর্ষণ করছে, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশগুলো কূটনৈতিক চাপে ফেলেছে মিয়ানমারকে। এরই পরিপ্রেক্ষিতে এ বৈঠক ডেকেছেন সুচি। ঢাকায় রুশনারা আলী এমপি ॥ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক দূত রুশনারা আলী এমপি রবিবার ঢাকায় এসেছেন। ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রুশনারা আলী এক বার্তায় বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক দূত হিসেবে দায়িত্ব নেয়ার পর বাংলাদেশে এটাই তার প্রথম সফর। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে তিনি সরকারী-বেসরকারী বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বাংলাদেশের সঙ্গে দেশটির বাণিজ্য সম্পর্ক কেমন হবে তা আলোচনা হতে পারে তার এই সফরে। এছাড়া বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর ব্যাপারেও আলোচনা করবেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত ঢাকা আসছেন ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত ডেভিড এন স্যাপারস্টাইন চলতি সপ্তাহে বাংলাদেশ সফর করবেন। বাংলাদেশে অবস্থানকালে স্যাপারস্টাইন সরকারের কর্মকর্তা, সুশীল সমাজ প্রতিনিধি এবং সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করবেন। রবিবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সারাবিশ্বের ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের ওপর হামলার বিষয় নজরে রাখা হয়। প্রতিবছরই বিশ্বের দেশগুলোতে ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব প্রতিবেদন দেয়। এরই অংশ হিসেবে স্যাপারস্টাইন ঢাকায় আসছেন।
×