ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চোর নয়, মোদি আসলে গরিবই মারছেন ॥ রাহুল

প্রকাশিত: ০৫:০৫, ১৯ ডিসেম্বর ২০১৬

চোর নয়, মোদি আসলে  গরিবই মারছেন ॥  রাহুল

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাজপথে নেমে পড়েছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। শুক্রবারই কৃষকদের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন রাহুল। দু’পক্ষের মধ্যে সৌজন্য বিনিময়ও হয়। বিজেপির অনেকেই ভেবেছিলেন, সংসদ শেষ। তাই আপাতত হয়ত লড়াইয়ে ইতি টানবেন রাহুল। কিন্তু শুক্রবার সন্ধ্যাতেই গোয়ায় এক জনসভায় নোট বাতিল নিয়ে মোদি সরকারকে তুলোধোনা করেন তিনি। তার পরই শনিবার উত্তর কর্নাটকের বেলাগাভিতে এক জনসভায় ঝাঁঝালো ভাষায় মোদিকে আক্রমণ করে রাহুল বলেন, ৯৪ শতাংশ কালো অর্থ বিদেশে পড়ে আছে। সেটা উদ্ধারের চেষ্টা না করে মোদি দেশে থাকা ৬ শতাংশ কালো অর্থ খুঁজতে মানুষের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছেন। দেশের এক শতাংশ মানুষ, যারা লুটেপুটে খাচ্ছে, তাদের না ধরে বিপদে ফেলা হচ্ছে বাকি ৯৯ শতাংশ মানুষকে। চোরকে নয়, মোদি আসলে গরিব মানুষকেই মারছেন। -ওয়েবসাইট
×