ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘তাদের চুরি করা ড্রোনটি আমরা ফেরত চাই না’॥ ট্রাম্পের ক্ষুব্ধ টুইট

ডুবোড্রোন ফেরত দেবে চীন

প্রকাশিত: ০৫:০৪, ১৯ ডিসেম্বর ২০১৬

ডুবোড্রোন ফেরত দেবে চীন

চীনের হাতে আটক মার্কিন ডুবোড্রোন ফেরত দিতে বেজিং সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন শনিবার জানিয়েছে। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে একটি অপ্রত্যাশিত ঘটনা নিয়ে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে দুইদেশই সমাধানের উদ্যোগ নেয়। এর মাধ্যমে একটি সংক্ষিপ্ত অচলাবস্থারও অবসান ঘটে। খবর নিউইয়র্ক টাইমস, বিবিসি ও এনডিটিভির। দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন ড্রোন বৃহস্পতিবার আটক করে চীন। এ নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পেন্টাগন জানায়, আটকের সময় আনম্যানড আন্ডারওয়াটার ভ্যাহিক্যাল (ইউইউভি) নামে মার্কিন ড্রোনটি পানির নিচে বৈজ্ঞানিক গবেষণায় নিয়োজিত ছিল। পেন্টাগন প্রেস সেক্রেটারি পিটার কুক শনিবার বলেন, চীনা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে আমরা নিশ্চিত করেছি যে, যুক্তরাষ্ট্রকে ইউইউভি ফেরত দেবে চীন। তিনি বলেন, দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমায় কাজ করার সময় মার্কিন ডুবোড্রোনটি চীন অবৈধভাবে আটক করেছে বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করার পর এই সমঝোতা হয়। এদিকে চীনা কর্তৃপক্ষ মার্কিন কর্মকর্তাদের বলেছে, তারা ড্রোনটি ফেরত দেয়ার পরিকল্পনা করছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আটক করা মার্কিন ড্রোনটি যথাযথ পন্থায় ফেরত দেয়া হবে। তবে কখন ও কিভাবে ড্রোনটি ফেরত দেয়া হবে তা স্পষ্ট করেনি বেজিং। এদিকে ড্রোন আটকের ঘটনায় ট্রাম্প প্রতিক্রিয়ায় চীনের বিরুদ্ধে চুরির অভিযোগ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর গবেষণা ড্রোন চুরি করেছে চীন। বেজিংয়ের এই কাজকে নজিরবিহীন বলে উল্লেখ করেন তিনি। তবে ইংরেজীতে ‘নজিরবিহীন’ বানান লিখতে গিয়ে বিপত্তি ঘটান ট্রাম্প। ‘আনপ্রিসিডেন্টেডের’ জায়গায় ‘আনপ্রেসিডেন্টেড’ লিখে টুইট করেন তিনি। পরে বানান ঠিক করা হয়। চীনের সঙ্গে একটি সমঝোতা হয়েছে বলে সামরিক বাহিনীর ঘোষণার পর এক টুইটে ক্ষুব্ধ ট্রাম্প বলেন, চীনকে আমাদের বলা উচিত তাদের চুরি করা ড্রোনটি আমরা ফেরত চাই না, তারা এটি রেখে দিক। কয়েক দশকের মধ্যে এই দুই পরাশক্তির মাঝে ডুবোড্রোন আটকের ঘটনা সবচেয়ে গুরুতর সামরিক বিরোধপূর্ণ ঘটনা। কুক ঘটনাটিকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন এবং আটক ড্রোনটি দ্রুত ফেরত দিতে চীনের প্রতি দাবি জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি না করতে বেজিংকে সতর্ক করে দেয় ওয়াশিংটন। চীন বলেছে, ওই পথে জাহাজ চলাচল নিরাপদ করতেই মার্কিন নৌবাহিনীর ডুবোড্রোনটি আটক করেছে চীনা নৌবাহিনী। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াং য়ুজুন শনিবার রাতে এক বিবৃতিতে জানান, চীনা নৌবাহিনীর লাইফবোট দক্ষিণ চীন সাগরে ‘অজ্ঞাত’ একটি বস্তু ‘আবিষ্কার’ করে সেটিকে ‘তদন্ত’ করে দেখতে তুলে নিয়ে আসে। পরীক্ষায় জিনিসটি যুক্তরাষ্ট্রের মানুষবিহীন ডুবোযান নিশ্চিত হওয়ার পর তা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। বিবৃতিতে চীনের ‘জলসীমায়’ সামরিক জরিপ না চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানান হয়েছে।
×