ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দৌরাত্ম্য কমেনি জেড ক্যাটাগরির তিন কোম্পানির

প্রকাশিত: ০৫:০৩, ১৯ ডিসেম্বর ২০১৬

দৌরাত্ম্য কমেনি জেড ক্যাটাগরির তিন কোম্পানির

অর্থনৈতিক রিপোর্টার ॥ জেড ক্যাটাগরির শেয়ারের অস্বাভাবিকভাবে দর বাড়ায় সম্প্রতি ৭ কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃপক্ষ। কিন্তু এরপরও এসব কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি থেমে নেই। রবিবারেও ঝিল বাংলা ও শ্যামপুর সুগারের বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়েছে। ডিএসইর তথ্যানুসারে বিএসইসি তদন্ত কমিটি গঠনের পর তিন কার্যদিবসের ব্যবধানে ফাইন ফুড়ের প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা। তিন কার্যদিবস আগে এ কোম্পানির প্রতিটি শেয়ার কেনাবেচা হয় ২২ টাকা ২০ পয়সায়। যার প্রতিটি শেয়ার বিক্রি হয় ২৩ টাকা ৫০ পয়সায়। একই সময়ের মধ্যে বিডি অটোকাসের প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৭ টাকা ১০ পয়সা। বিএসইসির কমিটি গঠনের দিন এ কোম্পানির প্রতিটি শেয়ার হাত বদল হয় ৭৮ টাকা ৬০ পয়সায়। যা লেনদেন হয় ৮৫ টাকা ৭০ পয়সায়। আর এই সময়ের মধ্যে ইমাম বাটনের প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৭০ পয়সা করে। ৬ ডিসেম্বর এই প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয় ১২ টাকা ৭০ পয়সা। সর্বশেষ যে শেয়ার লেনদেন হয় ১৩ টাকা ৪০ পয়সায়। বিএসইসি যে কোম্পানিগুলোর তদন্ত নিয়ে কাজ করছে সেগুলো হচ্ছে তার মধ্যে আরও রয়েছে, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, ঝিল বাংলা সুগার মিলস এবং শ্যামপুর সুগার মিল। বর্তমানে এর বেশিরভাগ কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম বন্ধ। শেয়ারহোল্ডরদের লভ্যাংশ দিতেও ব্যর্থ। জেড ক্যাটাগরির সম্প্রতি এসব কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে। যা নজর এডায়নি বিএসইসির। যে কারণে তারা তদন্ত কমিটি গঠন করেছে।
×