ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বেড়েছে

প্রকাশিত: ০৫:০৩, ১৯ ডিসেম্বর ২০১৬

পুঁজিবাজারে সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। রবিবার লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। তবে প্রধান বাজারে সার্বিক সূচক বাড়লেও দিনটিতে শরিয়াহ ও বাছাই সূচকটি কিছুটা কমেছে। দেশের দুই বাজারেই আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। বেশকিছু কোম্পানির মুনাফা তোলার প্রবণতার কারণেই দিনটিতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৯৭৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৪৮ কোটি ৩ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ২৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ারদর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৩৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮০৩ পয়েন্টে। ডিএসইর খাতভিত্তিক লেনদেন বিশ্লেষণে দেখা গেছে, রবিবার ডিএসইতে খাতভিত্তিক লেনদেনে এগিয়েছিল প্রকৌশল খাতটি। সারাদিনে খাতটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২২২ কোটি টাকা, যা মোট লেনদেনের ২২.৩৮ ভাগ। দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ এবং রসায়ন খাতের কোম্পানি। এই দিনে খাতটির মোট লেনদেনের পরিমাণ ছিল ১৩১ কোটি টাকা, যা মোট লেনদেনের ১৩.২৩ ভাগ। তৃতীয় অবস্থানে ছিল বস্ত্র খাতের কোম্পানি। দিনটিতে খাতটির মোট লেনদেনের পরিমাণ ১০২ কোটি টাকা, যা মোট লেনদেনের ১০.২৭ ভাগ। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট পোর্ট এ্যালায়েন্স, ইফাদ অটোস, এ্যাপোলো ইস্পাত, আরএসআরএম স্টিল, এ্যাকটিভ ফাইন, গোল্ডেন হার্ভেস্ট, কনফিডেন্ট সিমেন্ট ও নাভানা সিএনজি। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ নাভানা সিএনজি, সামিট পোর্ট এ্যালায়েন্স, এইচআর টেক্সটাইল, মিরাকল ইন্ডাস্ট্রিজ, আরএসআরএম স্টিল, ইউনিয়ন ক্যাপিটাল, এ্যাপোলো ইস্পাত, কেডিএস এক্সেসরিজ, ইন্টারন্যাশনাল লিজিং ও শাহজিবাজার পাওয়ার। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ মিথুন নিটিং, আইডিএলসি, সিএ্যান্ডএ টেক্সটাইল, আনালিমা ইয়ার্ন, যমুনা অয়েল, আরএন স্পিনিং, ফ্যামিলি টেক্স, লাফার্জ সুরমা সিমেন্ট, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও রেনউইক যজ্ঞেশ্বর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৭৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। সিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, আরএসআরএম স্টিল, ফরচুন সুজ, এ্যাপোলো ইস্পাত, সামিট পোর্ট এ্যালায়েন্স, কেডিএস এক্সেসরিজ, ইস্টার্ন হাউজিং, বেক্সিমকো ও বিডি থাই।
×