ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০২৪ সালের আগেই উন্নয়নশীল দেশে যাওয়ার আশা

প্রকাশিত: ০৫:০২, ১৯ ডিসেম্বর ২০১৬

২০২৪ সালের আগেই উন্নয়নশীল দেশে যাওয়ার আশা

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা, আঙ্কটাডের রিপোর্টে ২০২৪ সালের কথা বলা হলেও এর আগেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবে বলে আশাপ্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘যদিও আঙ্কটাড বলছে, ২০২৪ সালের মধ্যে আমরা উন্নত দেশে রূপান্তরিত হব। আমার মনে হয় তার আগেই এ লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা আছে। মানবসম্পদের ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি।’ সম্মেলনে চা প্রদর্শনী অনেক আকর্ষণীয় হবে এবং এখান থেকে দেশের মানুষ চা শিল্প সম্পর্কে অবহিত হতে পারবে বলেও আশা প্রকাশ করেন তোফায়েল আহমেদ। -অর্থনৈতিক রিপোর্টার
×