ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গার্মেন্টস এ্যাক্সেসরিজ পণ্যের মান পরীক্ষার ল্যাবরেটরি চালু

প্রকাশিত: ০৫:০২, ১৯ ডিসেম্বর ২০১৬

গার্মেন্টস এ্যাক্সেসরিজ পণ্যের মান পরীক্ষার ল্যাবরেটরি চালু

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে যাত্রা শুরু করেছে গার্মেন্টস এ্যাক্সেসরিজ পণ্যের গুণগত মান পরীক্ষার ল্যাবরেটরি। প্রথম পর্যায়ে শুধু কার্টনের গুণগত মান এবং পর্যায়ক্রমে অন্যান্য পণ্যের মান পরীক্ষা করা যাবে এ ল্যাবে। উদ্যোক্তারা বলছেন, পণ্যের মান উন্নয়ন ও রফতানি বাড়াতে ভূমিকা রাখবে এ কার্যক্রম। আর মান সম্পন্ন পণ্যের উৎপাদনে সব ধরনের সহায়তার আশ্বাস দিল শিল্প মন্ত্রণালয়। শিল্পের বিকাশ ও পণ্যের উৎপাদন বাড়তে থাকায় প্রয়োজনের তাগিদেই পথচলা শুরু এক্সেসরিজ শিল্পখাতের। গেল শতকের আশির দশক থেকে এ পর্যন্ত গড়ে উঠেছে প্রায় ১৪শ’ প্রতিষ্ঠান। তৈরি হচ্ছে বিভিন্ন শিল্পে দরকারী কার্টনসহ প্রায় ৩৫ রকমের আনুষঙ্গিক পণ্য। যা অভ্যন্তরীণ চাহিদার ৮০ ভাগ পূরণ করে চলছে। তবে রফতানির আগে নিশ্চিত করতে হয় পণ্যের গুণগত মান। এজন্য নমুনা পাঠাতে হয় বিদেশে। কিন্তু এখন দেশেই করা যাবে মান যাচাই। ব্যবসায়িক সম্ভাবনার সবটুকু কাজে লাগাতে সম্প্রতি ছোট পরিসরে টঙ্গির বিসিক শিল্পনগরীতে যাত্রা শুরু করেছে পণ্যের মান যাচাই এর পরীক্ষাগার। ধীরে ধীরে বাড়বে এ পরীক্ষাগারের পরিসর। মন উদ্যোগের পর ব্যবসার সম্প্রসারণে আবারও সহজ শর্তে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়ন সুবিধা চান ব্যবসায়ীরা।
×