ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পলাশীতে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ, এখনও কেউ ধরা পড়েনি

প্রকাশিত: ০৪:৫৮, ১৯ ডিসেম্বর ২০১৬

পলাশীতে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ, এখনও কেউ ধরা পড়েনি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পলাশীতে দুর্বৃত্তের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল যুবায়ের ভূইয়া গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনার পর পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। ২০ ঘণ্টা পার হলেও এ ঘটনায় থানায় মামলা হয়নি। এদিকে গুলির ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এছাড়া গুলির ঘটনার তদন্ত নিয়ে রশি টানাটানি চলছে দুই থানার। তদন্ত ভারও এক থানা অন্য থানার ওপর চাপাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। তবে পুলিশ বলছে, দুর্বৃত্তরা পেছন থেকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। অথচ যুবায়েরের সামনে গুলি লেগেছে। এ নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যে প্রাইভেটকার থেকে গুলি করা হয়েছে পুলিশ এখন তা হন্যে হয়ে খুঁজছে। কে বা কারা এ হামলা করতে পারে সে বিষয়ে জানতে তদন্ত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। এদিকে রবিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফায়ার সার্ভিসের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতার ওপর গুলি কারা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র ব্যবহারকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি। সূত্রগুলো জানায়, শনিবার রাত একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড়ের কাছে ব্যক্তিগত একটি গাড়ি থেকে ছাত্রলীগ নেতা যুবায়েরকে গুলি করা হয়। এতে তার ডান পায়ের উরুতে গুলি লাগে। পরে রাত ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত যুবায়ের মুহসিন হলের আবাসিক ছাত্র। অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, শনিবার রাত ২টার দিকে ছাত্রলীগ নেতা যুবায়েরকে ডান উরুতে গুলিবিদ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। তিনি জানান, ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম ও সাবেক সহসভাপতি এম এম সাঈদ তার সঙ্গে ছিলেন। হাসপাতালে মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল জানান, রাত পৌনে ১টার দিকে পলাশীর মোড়ে চা খেয়ে তারা তিনজন মোটরসাইকেলে করে হলের দিকে ফিরছিলেন। ব্যানবেইসের কাছে একটি প্রাইভেটকার রাস্তার মাঝখানে এসে তাদের পথ আটকে দেয়। সন্দেহ হওয়ায় আমি মোটরসাইকেলে ইউটার্ন নেই। তখন পেছন থেকে আমাদের দিকে গুলি করা হয়। পরে ফুলার রোডের কাছাকাছি এসে পেছনে বসা যুবায়ের বলে, উরুতে গুলি লেগেছে। পরে মেডিক্যালে নিয়ে যাই। তবে কে বা কারা এ হামলা করতে পারে সে বিষয়ে তিনি কোন কিছু জানাতে পারেননি। উল্টো ঘটনার তদন্ত নিয়ে রশি টানাটানি চলছে দুই থানার। শাহবাগ থানা পুলিশ বলেছে, ঘটনাস্থল তাদের থানার সীমানার বাইরে। এটি লালবাগ থানার সীমানা এলাকায়। আবার লালবাগ থানা বলছে, এটি শাহবাগ থানার আন্ডারে। তবে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স জানান, এ ঘটনায় রাতে শাহবাগ থানায় মামলা হবে। তবে সন্ধ্যা ৭টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।সন্ধ্যায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক জনকণ্ঠকে জানান, ঘটনা পলাশী হতে ব্যান্ডবেইজ এলাকার মধ্যে। ওই এলাকার উল্টোপাশে ঘটেছে। উল্টো দিকের রাস্তা লালবাগ থানার অধীনে। তাই মামলা হলে লালবাগেই হতে হবে। ঘটনার তদন্তও তারাই করবে। তবে ওসি বলেন, গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল যুবায়ের পরিবারের কেউ থানায় মামলা করতে এলে তারা মামলা নেবেন। ইতোমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
×