ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে বিজয় দিবস উদ্যাপন

প্রকাশিত: ০৪:৫৮, ১৯ ডিসেম্বর ২০১৬

মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে বিজয় দিবস উদ্যাপন

স্টাফ রিপোর্টার ॥ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মুম্বাইয়ে নিযুক্ত উপ-হাইকমিশনার সামিনা নাজ সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু করেন। অনুষ্ঠানমালায় ছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, দোয়া ও মোনাজাত, আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উপ-হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন শেষে মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মহারাষ্ট্র সরকারের চীফ অব প্রটোকল ও অতিরিক্ত মুখ্য সচিব সুমিত মলিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন উপ-হাইকমিশনার। তিনি মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদান ও দৃঢ় নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের হস্তশিল্প, কৃষ্টি, ঐতিহ্য, খাদ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। এ সময় বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ইলিশ মাছ ও বিভিন্ন ধরনের বাঙালী পিঠা ও মিষ্টান্ন পরিবেশন করা হয়।
×