ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাওল হার্টের ৪২তম সেমিনার ২৪ ডিসেম্বর

প্রকাশিত: ০৪:৫৮, ১৯ ডিসেম্বর ২০১৬

সাওল হার্টের ৪২তম সেমিনার ২৪ ডিসেম্বর

সাওল হার্ট সেন্টারের উদ্যোগে শনিবার ৪টায় ২৬ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকায় সাপ্তাহিক সাওল হার্ট সেমিনারের আয়োজন করা হয়েছে। এদিন যথাসময়েই শুরু করা হয় ৪১তম সাপ্তাহিক সাওল হার্ট সেমিনার। অংশগ্রহণকারীর সংখ্যা ৫ জন থেকে বেড়ে ১৫ জন। তাদের নিয়েই ৪১তম সেমিনারের সফল আয়োজনÑ কিভাবে বিনা রিং ও বিনা অপারেশনে হৃদরোগ থেকে স্থায়ী মুক্তি লাভ সম্ভব, পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মানসিক চাপ ও অতি ওজন নিয়ন্ত্রণ করা যায় সে সম্পর্কে ডাঃ বিমল ছাজেড়-এমডি’র ভিডিও প্রদর্শন, অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তরপর্ব এবং ইয়োগা ও ওয়েলনেস কোর্স । ৪১তম সেমিনার পরিচালনা ও অংশগ্রহণকারীদের সকল প্রশ্নের উত্তর দেন সাওল হার্ট সেন্টারের কনসালটেন্ট ডাঃ ফারহান আহমেদ ইমন। ইয়োগা ও ওয়েলনেস কোর্স পরিচালনা করেন ইয়োগা বিশেষজ্ঞ আহসান আবদুল্লাহ। আগামী ২৪ ডিসেম্বর শনিবার ৪২তম সাওল হার্ট সেমিনারে অংশগ্রহণে ইচ্ছুকদের ০১৭৭৭৭৮০৮৫১-৫৩ ও ০১৭৪৪২৫১২২২ নম্বরে যোগাযোগ করে ফ্রি নাম রেজিস্ট্রেশন করতে অনুরোধ করা যাচ্ছে। Ñবিজ্ঞপ্তি
×