ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রিয়া প্রবাসীদের বিজয় দিবস উদ্যাপন

প্রকাশিত: ০৪:৫৮, ১৯ ডিসেম্বর ২০১৬

অস্ট্রিয়া প্রবাসীদের বিজয় দিবস উদ্যাপন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মহান বিজয়ের ৪৬তম দিবস উদ্যাপন করেছে ভিয়েনায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার হউফসাইলের বাংলাদেশ দূতাবাসে ১৬ ডিসেম্বর সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিকেল পাঁচটায় দ্বিতীয় পর্বে ছিল ‘স্বাধীনতা কী করে আমাদের হলো’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোঃ আবু জাফর। উপস্থাপনা করেন কাউন্সিলর ও চ্যান্সারি প্রধান শাবাব বিন আহমেদ। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয়। -বিজ্ঞপ্তি
×