ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দারুস সালামে দম্পতির লাশ উদ্ধার

প্রকাশিত: ০৮:০৮, ১৮ ডিসেম্বর ২০১৬

দারুস সালামে দম্পতির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দারুস সালাম থানার দক্ষিণ বিশিল এলাকা থেকে শনিবার সন্ধ্যায় এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মোতাহার (৪০) ও তার স্ত্রী শিউলি (৩৫)। ময়নাতদন্তের জন্য লাশ দু’টি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদ সোহরাওয়ার্দী এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, দারুস সালাম থানার দক্ষিণ বিশিলের ১০ নম্বর সড়কের ১২৩/বি ছয় তলা ভবনের নিচতলায় বাস করতেন মোতাহার-শিউলি দম্পতি। শনিবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ গিয়ে ওই বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে। বাসার একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোতাহার ও বিছানায় শায়িত অবস্থায় শিউলির লাশ পাওয়া যায়। ওই বাসায় তাদের ৫ বছর বয়সী একটি ছেলে ছিল। সন্তানের বরাত দিয়ে দারুস সালাম থানার একজন পুলিশ কর্মকর্তা জানান, শিউলি প্রথমে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। বাসায় গিয়ে মোতাহার স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি শিউলির লাশ নামিয়ে বিছানায় রাখেন। পরে একই ওড়না নিজের গলায় পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। দারুস সালাম থানার এসআই শহীদ সোহরাওয়ার্দী বলেন, দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা আত্মহত্যা করেছে নাকি তাদের কেউ হত্যা করেছে তা অনুসন্ধান চলছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
×