ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কম্প্রেসারে ত্রুটি আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

প্রকাশিত: ০৮:০৭, ১৮ ডিসেম্বর ২০১৬

কম্প্রেসারে ত্রুটি আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আশুগঞ্জ সারকারখানায় আবার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কারখানার কম্প্রেসারে ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। এদিকে উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন এক কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১২শ’ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হয়। কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, শনিবার সকাল থেকে কারখানার কম্প্রেসারে ত্রুটি দেখা দেয়। এতে ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছিল। তাই বিকেলে কম্প্রেসারের ত্রুটি মেরামতের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়। ত্রুটি মেরামত করতে ইতোমধ্যে কারখানার নিজস্ব প্রকৌশলীরা কাজ শুরু করেছেন। কারখানা পুনরায় উৎপাদনে ফিরে আসতে কমপক্ষে ৭ থেকে ৮ দিন সময় লাগতে পারে বলেও জানান তিনি। উৎপাদন বন্ধ থাকলেও কারখানায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত ৭ জেলায় সার সঙ্কটের কোন সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
×