ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্যারিয়ার

হতে পারেন ডেন্টিস্ট

প্রকাশিত: ০৬:২৯, ১৮ ডিসেম্বর ২০১৬

হতে পারেন ডেন্টিস্ট

দেশে যে কয়টি বেসরকারী ডেন্টাল কলেজ ইতোমধ্যে সবার নজর কেড়েছে, তাদের মধ্যে অন্যতম সাফেনা উইমেন্স ডেন্টাল। মালিবাগ ডিআইটি রোডে অবস্থিত একমাত্র নারী ডেন্টাল কলেজ। কলেজটির লাইব্রেরিতে রয়েছে প্রয়োজনীয় পর্যাপ্ত বই, জার্নাল ও আধুনিক ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ। এ ছাড়া রয়েছে বায়োকেমিস্ট্রি এ্যান্ড ফিজিওলজি ল্যাবরেটরি, ডিসেকশন হল, প্যাথলজি ল্যাব, অর্থোডন্টিকস ল্যাব, প্রন্থডনটিকস ল্যাব, মাল্টিমিডিয়া এবং অত্যাধুনিক ডিজিটাল স্ক্রিনটার্চ বোর্ড সমৃদ্ধ লেকচার রুম, অডিটোরিয়াম, ক্যান্টিন, কমন রুম, প্যাথলজি ডিপার্টমেন্টসহ অন্যান্য প্রয়োজনীয় ডিপার্টমেন্ট। বিশেষ কিছু লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছিল কলেজটি। এগুলো হলো- উচ্চ শিক্ষিত এবং দক্ষ ডেন্টাল সার্জন তৈরির লক্ষ্যে ছাত্রীদের আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান, একটি আধুনিক বিশেষায়িত ডেন্টাল ও জেনারেল হসপিটাল প্রতিষ্ঠা, দন্ত রোগের প্রতিরোধ ও নিরাময়ের জন্য গবেষণা এবং ছাত্রীদের শিক্ষাদান, দক্ষতাসম্পন্ন ডেন্টাল সার্জন গড়ে তোলা, সমাজে আধুনিক ওরাল অ্যান্ড ডেন্টাল হেলথ সার্ভিস প্রদান, মুখের স্বাস্থ্য পরিচর্যা সুপরিচালনার নিমিত্তে জনগণকে সচেতন করে তোলা। ঢাকা বিশ^বিদ্যালয়ের অধীনে ২০১৪ সালে অনুষ্ঠিত বিডিএস পেশাগত পরীক্ষার ফলে দেখা ১৬টি মেধাস্থান ও ৩০টি অনার্স মার্কসহ ফলাফলের দিক থেকে দেশের শ্রেষ্ঠ ডেন্টাল কলেজের স্থান লাভ করে সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পেশাগত পরীক্ষায় মেধা তালিকায় প্রথম, তৃতীয় স্থানসহ মোট ৮টি মেধাস্থান অর্জন করে। ভাল ফলের এ ধারাবাহিকতা ২০১৬ সালেও বজায় রেখেছেন কলেজের শিক্ষার্থীরা। চাইলে আপনিও যোগাযোগ করুন এই ঠিকানায়: ১১১ ডিআইটি রোড, মালিবাগ, ঢাকা। ফোন : ৯৩৪০২০৩-৪, ০১৭৫১৭৭৯৬০৯। কলেজটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিউল হোসেন জামির বলেন, সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ আমার একটি স্বপ্ন। বাংলাদেশের প্রথম প্রাইভেট ডেন্টাল কলেজ হিসেবে যখন আমরা পাইওনিয়ার ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করি, সেটি ছিল কো-এডুকেশনের একটি শিক্ষা প্রতিষ্ঠান। ভর্তির সময় কোন কোন অভিভাবক বলতেন, আপনাদের কলেজটি ভাল, তবে মেয়েদের জন্য আলাদা একটি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করতে পারলে আরও ভাল হতো। এরই ধারাবাহিকতায় ২০০৯ সালে কলেজ প্রতিষ্ঠায় সক্ষম হই এবং ২০১০ সাল থেকেই এর কার্যক্রম শুরু হয়। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই-এটিই সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজকে ঘিরে আমার ভবিষ্যত স্বপ্ন। বর্তমান সেশনে কলেজটিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ক্যাম্পাস প্রতিবেদক
×