ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলা প্রথম পত্র

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:১৮, ১৮ ডিসেম্বর ২০১৬

অষ্টম শ্রেণির পড়াশোনা

১. সুধার ডিয়ার নদীর এপারে মংড়ু। ওপারে কী? ক) কুমোর পাড়া খ) তাঁতিপাড়া গ) সুধারপাড়া ঘ) হিন্দুপাড়া ২. পাখিদের মধ্যে কোন পাখি সবচেয়ে ভোরে ওঠে? ক) বুলবুলি খ) টুনটুনি গ) দোয়েল ঘ) শালিক ৩. বালকের ভাগ্যকে যুবক সৈনিক স্বেচ্ছায় বরণ করে নেওয়ার পর রাজকুমার যা বলেছিল- র. তুমি সব লোক থেকে মহান রর. আমি তোমাকে আল খেতাবে ভূষিত করলাম ররর. তোমার কোনো তুলনা নেই নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) ররর ৪. কামিনী রায়ের কাব্যগ্রন্থ কোনটি? ক) ছাড়পত্র খ) গুঞ্জন গ) সোনার তরী ঘ) অশোক-সংগীত ৫. ‘মার্শাল ল’ জারি করে আইয়ুব খান কত বছরে বাঙালি ওপর শাসন করেছে? ক) ৬ বছর খ) ৮ বছর গ) ১০ বছর ঘ) ১১ বছর ৬. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? ক) ঢাকা খ) কুমিল্লা গ) বর্ধমান ঘ) কলকাতা ৭. ‘দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?’-এই বাক্যে ‘ক্রান্তিলগ্ন’ বলতে বোঝানো হয়েছেÑ র. পরিবর্তিত সময়ে রর. শেষ সময়ে ররর. সঠিক সময়ে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৮. শৈশব থেকে মধুসূদনের মনে কী হওয়ার তীব্র বাসনা ছিল? ক) ব্যবসায়ী খ) শিক্ষক গ) কবি ঘ) লেখক ৯. আদালত উপেনের বিরুদ্ধে কোন যুক্তিতে ডিক্রি জারি করেছে? ক) অন্যের সম্পদ হরণ করায় খ) মিথ্যা দেনার খতে গ) অন্যের জিনিস চুরি করায় ঘ) গুরুতর ফৌজদারি অপরাধে ১০.বঙ্গবন্ধুর ভাষণটিকে অনবদ্য বলার কারণ- র. বক্তব্যের গভীরতা রর. জোরালো শব্দ প্রয়োগ ররর. সুস্পষ্ট নির্দেশনা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১১.‘একুশের গান’ কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে? ক) বর্ষা খ) শরৎ গ) হেমন্ত ঘ) শীত ১২.‘নিবিড় ছায়ায় আঁধার করা পাতার।’ শূন্যস্থানে কী হবে? ক) পাহাড় খ) পারাবার গ) লোকালয় ঘ) নদী-নালা ১৩.‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? ক) ধূমকেতু খ) নবযুগ গ) লাঙল ঘ) আঙুর ১৪.‘রবিনসন ক্রুশো’ গল্পটি লেখা? ক) মার্ক টোয়েন খ) লেভ তলস্তয় গ) ড্যানিয়েল ডিফো ঘ) উইলিয়াম শেক্সপিয়র ১৫. ডাল থেকে ডালে ফিরছে কারা? ক) পতঙ্গ খ) পাখি গ) সূর্যালোক ঘ) বনমোরগ ১৬. মূল এক জল, সে যে ভিন্ন নয়-জল ভিন্ন হয় কীভাবে? ক) পাত্র-অনুসারে খ) রৌদ্রের তাপে গ) মানুষ ভিন্ন করে বলে ঘ) জোয়ার-ভাটার ফলে ১৭. কোন ভাষা হতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? ক) সংস্কৃত খ) পালি গ) প্রাকৃত ঘ) হিন্দি ১৮.‘বাঙালির বাংলা’ প্রবন্ধে আমরা কেন বিদেশি লুণ্ঠনের প্রতিবাদ করি না? ক) অবহেলা খ) দুর্বলতা গ) আনুগত্য ঘ) জড়তা ১৯.‘সাম্যবাদী’ কাব্য থেকে কোন কবিতাটি সংকলিত হয়েছে? ক) নারী খ) দেশ গ) প্রার্থী ঘ) নদীর স্বপ্ন ২০.‘শোনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।’ উদ্দীপকে ফুটে ওঠা অনুভূতি নিচের কোন কবিতায় প্রকাশ পেয়েছে? ক) প্রার্থী খ) মানবধর্ম গ) নারী ঘ) দুই বিঘা জমি ২১. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা? ক) ব্যথার দান খ) শেষের কবিতা গ) চাঁদের পাহাড় ঘ) পথের দাবি ২২. সর্বশেষ দ্বীপে আসা জাহাজের মানুষের দেখে রবিনসনের মনে হলো তারা- র. শ্বেতাঙ্গ রর. ইংরেজ ররর. স্বজাতি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৩. ‘নদীর স্বপ্ন’ কবিতাটি কার জবানিতে লিখিত? ক) কানাই-এর খ) ছোকানুর গ) কবির ঘ) মাঝির ২৪.খ্রিস্টধর্ম প্রচারককে কী বলা হয়? ক) পাদরি খ) বৃদ্ধ গ) ভিক্ষু ঘ) পুরোহিত ২৫. মারীচ ও সুবাহুকে ধ্বংস করতে ব্যবহৃত হয়- র. আগ্নেয়াস্ত্র রর. মানবস্ত্র ররর. বায়ব্য অস্ত্র নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ২৬.গ্রামীণ কোন লোকশিল্পটি আজ লুপ্তপ্রায়? ক) খাদি কাপড় খ) নকশিকাঁথা গ) টেপা পুতুল ঘ) কাপড়ের পুতুল ২৭.‘প্রার্থী’ কবিতায় কৃষকের কেমন চোখের পরিচয় পাওয়া যায়? ক) চঞ্চল খ) বিমর্য গ) মলিন ঘ) ঘোলাটে ২৮. লেখক মংড়ুতে কোন রেস্তোরাঁয় রাতের খাবার খান? ক) পাইক্যা খ) রয়েল গ) ইম্পেরিয়াল ঘ) ইউনাইটেড ২৯.আলী কোজাই পেশায় কী ছিল? ক) কাজি খ) বণিক গ) কৃষক ঘ) তাঁতি ৩০. টমের কীভাবে ঘুমানের অভ্যাস? ক) হাত মাথার ওপর রেখে খ) পায়ের ওপর পা রেখে গ) ডানদিকে কাত হয়ে ঘ) বাঁদিকে কাত হয়ে ৩১.‘সেমি গভর্নমেন্ট’ অর্থ কী? ক) বেসরকারি খ) আধা-সরকারি গ) সরকারি ও বেসরকারি ঘ) আধা-সরকার ৩২. আইয়ুব খান ছিলেন- ক) জনগণের শাসক খ) সামরিক শাসক গ) সিভিল শাসক ঘ) গণতান্ত্রিক শাসক ৩৩. ইউক্যালিপ্টাস গাছের উঁচু ডালে বসে হাজিরা হাঁকে কোন পাখি? ক) শ্যামা খ) টুনটুনি গ) বেনে-বৌ ঘ) শালিক ৩৪. রবিনসন ক্রুশো শেতাঙ্গদের জন্য যা করল- র. তাদের প্রাণে বাঁচাল রর. জাহাজ ফিরে পেতে সাহায্য করল ররর. দেশে ফিরে যাওয়ার জন্য অর্থসম্পদ দিল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৩৫.কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হন? ক) বিয়াল্লিশ খ) তেতাল্লিশ গ) চুয়াল্লিশ ঘ) পঁয়তাল্লিশ ৩৬. সে যুগ হয়েছে বাসি। এখানে বাসি বলতে কী বোঝানো হয়েছে? ক) গত হওয়া খ) ফিরে আশা গ) পচে যাওয়া ঘ) নষ্ট হওয়া ৩৭.ভাস্কর্যের গড়ন বানানো হয়- র শক্ত পাথর কেটে রর. নরম মাটি দিয়ে ররর. ছাঁচে গরিত মেটাল ঢেলে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৮.‘সুখী মানুষ’ নাটকে সবচেয়ে বেশি বয়স কার? ক) মোড়লের খ) হাসুর গ) রহমতের ঘ) কবিরাজের ৩৯. বৈশাখের প্রথম দিনে সংঘটিত খেলাগুলো কোন বৈশিষ্ট্যের? ক) মাসিক খ) ত্রৈমাসিক গ) ষাণ¥াসিক ঘ) বার্ষিক ৪০.‘সুখী মানুষ’ নাটিকার মোট চরিত্র সংখ্যা কত? ক) পাঁচ খ) ছয় গ) সাত ঘ) আট ৪১.শীতলপাটি কোন সময় ব্যবহার করা হয়? ক) গ্রীষ্মকালে খ) শীতকালে গ) বর্ষাকালে ঘ) বসন্তকালে সঠিক উত্তর ১. (গ) ২. (গ) ৩. (খ) ৪. (খ) ৫. (গ) ৬. (ঘ) ৭. (ঘ) ৮. (গ) ৯. (খ) ১০. (ঘ) ১১. (ঘ) ১২. (খ) ১৩. (খ) ১৪. (গ) ১৫. (খ) ১৬. (ক) ১৭. (গ) ১৮. (গ) ১৯. (ক) ২০. (খ) ২১. (ঘ) ২২. (ঘ) ২৩. (ক) ২৪. (ক) ২৫. (ক) ২৬. (খ) ২৭. (ক) ২৮. (খ) ২৯. (খ) ৩০. (ক) ৩১. (খ) ৩২. (খ) ৩৩. (গ) ৩৪. (ক) ৩৫. (খ) ৩৬. (ক) ৩৭. (ঘ) ৩৮. (ঘ) ৩৯. (ঘ) ৪০. (ক) ৪১. (ক)
×