ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিটিভিতে আজ ‘পরিবর্তন’

প্রকাশিত: ০৬:১৪, ১৮ ডিসেম্বর ২০১৬

বিটিভিতে আজ ‘পরিবর্তন’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ১০টার ইংরেজী সংবাদের পর প্রচার হবে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’। মোঃ সরওয়ার মিয়ার প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।অনুষ্ঠানে রয়েছে মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা, বাংলার রূপ সৌন্দর্যের বন্দনা। গান, নাচ, নাটিকা, দর্শক পর্ব সবকিছুতেই প্রাধান্য থাকবে দেশপ্রেম। রয়েছে নতুন একটি দেশাত্মবোধক গান। গীতিকবি ইকবাল খন্দকারের লেখা সঙ্গীতশিল্পী সুজন আরিফের সুর ও সঙ্গীতে গানটি নিয়ে এই প্রথম এক সঙ্গে টেলিভিশন দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী আলম আরা মিনু ও মৌটুসি পার্থ। এই সময়ের জনপ্রিয় ৩টি দেশাত্মবোধক ও আশা জাগানিয়া গানের অংশবিশেষের সঙ্গে ইভান শাহরিয়ার সোহাগের কোরীয়গ্রাফিতে নৃত্য পরিবেশন করেছেন জনপ্রিয় নৃত্যশিল্পী সোহাগ, অভিনয় ও নৃত্যশিল্পী তাহমিনা মৌ ও ৩০ জন শিল্পী। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন প্রশ্ন দিয়েই সাজানো হয়েছে প্রতিযোগিতা পর্বটি।
×