ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০২, ১৮ ডিসেম্বর ২০১৬

টুকরো খবর

ধর্ষণের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী উপজেলায় স্কুলের গ্রন্থাগারিকের ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার গভীর রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় বলে জানান গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি। এ স্কুলছাত্রীর নাম খালেদা খাতুন। সে উপজেলার জৌঠাবটতলা গ্রামের আলম হোসেনের মেয়ে। খালেদা স্থানীয় দিগরাম উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। ধর্ষণের ঘটনার পর থেকে খালেদা উপজেলার বালিগ্রামে নানার বাড়িত থাকত। ওসি বলেন, শুক্রবার দুপুরে নানার বাড়িতে কীটনাশক পান করলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। ওসি জানান, গত ৩ নবেম্বর রাতে স্কুলছাত্রী খালেদার ঘরে প্রবেশ করে ধর্ষণ করে তার স্কুলের গ্রন্থাগারিক শহিদুল ইসলাম (৩৮)। ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সৌপর্দ করে। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৭ ডিসেম্বর ॥ সাংবাদিককে মারপিটের প্রতিবাদে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেট সংলগ্ন ডিবি রোডে শনিবার এক মানববন্ধনের কর্মসূচী পালন করে গাইবান্ধার সাংবাদিকরা। পরে ১নং ট্রাফিক মোড়ে কলম ও ক্যামেরা রেখে সড়ক অবরোধে করে প্রতিবাদ জানায় বিক্ষুব্ধ সাংবাদিকরা। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু বিচার ও আসামিদের অবিলম্বে গ্রেফতারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেয়া হয়। এই কর্মসুচীতে জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাশ, সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর। স’মিল ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৭ ডিসেম্বর ॥ মির্জাপুরে অগ্নিকা-ে একটি স’মিল ভস্মীভূত হয়েছে। উপজেলার আজগানা ইউনিয়নের হাঁটুভাঙা ব্রিজের পাশে শনিবার ভোরে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, শনিবার ভোরে আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদারের স’মিলে আগুন লাগে। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের লোকজন গিয়ে আগুন নেভাতে সক্ষম হলে স’মিলটি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে রফিকুল ইসলাম সিকদার জানিয়েছেন। কলেজ জাতীয়করণ দাবি স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের খানসামা ডিগ্রী কলেজকে জাতীয়করণের দাবিতে শনিবার রাস্তায় অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। এ সময় আতঙ্কে উপজেলা শহরের বিভিন্ন দোকানপাট বন্ধ হয়ে যায়। পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী শনিবার সকাল থেকেই উপজেলা শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে খানসামা ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থীসহ এলাকাবাসী। বেলা সাড়ে ১১টার দিকে এলাকাবাসী বিক্ষোভ করে এবং সেখান থেকে আন্দোলনকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। একপর্যায়ে উপজেলা শহরের বিভিন্ন দোকানপাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কেসিসিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) পক্ষ থেকে শনিবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে খুলনা মহানগরীর বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে খুলনা অঞ্চলের দুইশ’ মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। প্রধান অতিথি হিসেবে সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন করেন। কেসিসির সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ আলী আকবর টিপুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র রুমা খাতুন। হবিগঞ্জ নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে পৌর কর্তৃপক্ষ। এ উপলক্ষে শনিবার দুপুরে সাবেক অর্থমন্ত্রী মরহুম শামস কিবরিয়া আধুনিক পৌর মিলনায়তনে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান। ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম, এডিএম এমরান হোসেন, এডিসি (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিন, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান, ডেপুটি কমান্ডার গৌর প্রসাদ রায় প্রমুখ। গণপিটুনিতে আহত ছিনতাইকারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৭ ডিসেম্বর ॥ মোটরসাইকেল চুরি করে পালানোর সময় গণপিটুনিতে আহত এক ছিনতাইকারী শুক্রবার রাতে হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় আহত অপর দুই ছিনতাইকারী ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। নিহত তরুণ আলামীন মোল্লা (২২) সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের বিল মাহমুদপুর হাজী ভুমুরর্দি ব্যাপারীডাঙ্গি গ্রামের বাচ্চু মোল্লার ছেলে। আহতরা হলেন, বোয়ালমারী উপজেলার গুণবহা কামার গ্রামের আফসার মোল্লার ছেলে ওবায়দুর মোল্লা (২৫) ও ফরিদপুর শহরের টেপাখোলা লেকপাড় এলাকার হরুণ মীরের ছেলে আমীর মীর (২৬)। সৈয়দপুর হানাদারমুক্ত আজ তাহমিন হক ববী, নীলফামারী ॥ ’৭১ সালে রেলওয়ে শহর সৈয়দপুরে ছিল পাকি সেনা ও তাদের দোসরদের শক্ত ঘাঁটি। দীর্ঘ ৯ মাসের যুদ্ধে এই সৈয়দপুরে স্বাধীনতাকামী বাঙালীর লাশের স্তূপ ছিল সাড়ে তিন হাজার। ১৬ ডিসেম্বর পর্যন্ত সারা দেশের বিভিন্ন স্থান পাক হানাদার মুক্ত হলেও সৈয়দপুর ছিল ব্যতিক্রম। অবাঙালী আর পাকি সেনাদের শক্ত অবস্থানে সৈয়দপুরে কোন মুক্তিযোদ্ধা ঢুকতে পারেনি। তাই সৈয়দপুর হানাদারমুক্ত করতে ভারতের হিমকুমারী ক্যা¤প থেকে মিত্র বাহিনীসহ কয়েক হাজার মুক্তিযোদ্ধা যৌথভাবে এ্যাকশন শুরু করে। সেই এ্যাকশনে টিকতে পারেনি আর পাকি সেনা ও তাদের দোসর রাজাকার বাহিনী। তারা সৈয়দপুর ছেড়ে পালিয়ে যায়। ১৮ ডিসেম্বর সকাল ১১টা। হানাদার মুক্ত হলো সৈয়দপুর। সেই সঙ্গে শহরের পৌরসভা ভবনে ও অস্থায়ী আওয়ামী লীগ কার্যালয়ে উড়ানো হয় মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা। ঈশ্বরদীতে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদী অটোবাইক চালক সমিতির পক্ষ থেকে শনিবার বিকেলে আলহাজ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়েছে। অটোবাইক মালিক সমিতির নির্যাতন, নিপীড়ন ও বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে এ সব কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য দেন, সমিতির সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক খোকন, প্রচার সম্পাদক আল আমিন ও সদস্য রাজু হক। মন্দিরে প্রতিমা ভাংচুর ॥ আহত দুই স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখান উপজেলার কেয়াইন পূর্ব কোর্টগাঁও গ্রামে কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়েছে। শুক্রবার রাতে সন্ত্রাসীরা এ হামলা চালায়। সন্ত্রাসী হামলায় অজয় দাস ও আকাশ নামে দু’যুবক আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজীম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার দত্ত, রশুনিয়া হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ রনবীর ঘোষ ও পুলিশ কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও মন্দির কর্তৃপক্ষ জানায়, পূর্ব কোর্টগাঁও গ্রামের বাৎসরিক কালীপূজার পরের দিন মহোৎসব এবং এর পরের দিন মৎস্যমুখী (মাছ খাওয়া) অনুষ্ঠান পালন করা হয়। গত মঙ্গলবার পূজা শেষে গত শুক্রবার দুপুরে মৎস্যমুখী শেষে রাতে গান বাজনা চলছিল। রাত সাড়ে ১০টার দিকে কালারায়ের চর গ্রামের আক্রাম আয়োজনটিতে এসে মদ চায়। তা না পেয়ে ১০/১২ সন্ত্রাসী নিয়ে এসে হামলা করে প্রতিমা ভাংচুর করে। স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ॥ সংঘর্ষ, আহত ৭৫ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৭ ডিসেম্বর ॥ স্কুলছাত্রীকে যৌন হয়রানি এবং পরিবারের সদস্যদের ওপর হামলার জের ধরে শনিবার সকালে লাখাইয়ের পল্লী পূর্ব বুল্লা গ্রামে দু’পক্ষে সংঘর্ষে মহিলা ও শিশুসহ আহত হয়েছে ৫০ জন। জানা গেছে, ওই গ্রামের সৈয়দ আলীর মেয়ে ও স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীকে (রেজবা আক্তার) প্রেম নিবেদন করে উত্ত্যক্ত করত একই গ্রামের নানু মিয়ার ছেলে সুজন মিয়া। শুক্রবারও এই মেয়েটিকে পথরোধ করে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে সে। রেজবা বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের সহকারী শিক্ষককে জানালে তিনি উভয়পক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তা সমাধানের উদ্যোগ নেন। এরই প্রেক্ষিতে শনিবার সকালে রেজবা ও তার পরিবারের সদস্যরা বিদ্যালয়ে যাবার পথে সুজন তার পক্ষীয় লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়। রামপালে লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপালের ফয়লাহাট এলাকার রনসেন পুরাতন বরফ কল এলাকার একটি পুকুর থেকে শনিবার বিকেলে আলমগীর হোসেন (১৮) নামে এক তরুণের রক্তাক্ত লাশ পুলিশ উদ্ধার করেছে। আলমগীর ঝনঝনিয়া মালিডাঙ্গা এলাকার মোশাররফ হোসেনের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। নোবিপ্রবিতে হামলা, ভাংচুর ॥ আহত ১০ নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৭ ডিসেম্বর ॥ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্রাবাসে বহিরাগতরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। এ সময় ১০ ছাত্র আহত হয়েছে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার বিকাল ৩টার দিকে হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ে কয়েক ছাত্রের ইন্ধনে বহিরাগত ৪৫-৫০ সন্ত্রাসী রড ও ধারালো অস্ত্র নিয়ে ছাত্রাবাসে হামলা চালায়। তারা চারতলাবিশিষ্ট ছাত্রাবাসের প্রত্যেকটি কক্ষের দরজা, জানালা, চেয়ার-টেবিলসহ ছাত্রদের আসবাবপত্র ভাংচুর করে। এ সময় সাধারণ ছাত্ররা বাধা দিলে অনেককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এতে বিপ্লব, রিকি, সত্যজিৎ, রাকিব, সায়েমসহ ১০ জন আহত হয়েছে। বিদ্যালয়ে চা শ্রমিক সন্তানদের কোটার দাবি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট বিমানবন্দর সড়কের লাক্কাতুরা এলাকায় নব প্রতিষ্ঠিত সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ে স্থানীয় লাক্কাতুরা চা শ্রমিক সন্তানদের জন্য শতকরা ৫০ ভাগ কোটা বরাদ্দের দাবিতে চা শ্রমিক শিক্ষা বাস্তবায়ন কমিটির ব্যানারে শনিবার দুই ঘণ্টা সড়ক অবরোধ করা হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত লাক্কাতুরায় সিলেট বিভাগীয় স্টেডিয়ামের সম্মুখে মানবন্ধন শেষে সড়ক অবরোধ করা হয়। এ কারণে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হয়। চা শ্রমিক শিক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি রাজু গোয়ালার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন-টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ শহীদ আহমদ, সহ-সভাপতি জিতেন সবর, সাধারণ সম্পাদক লিটন গোয়ালা, সাংগঠনিক সম্পাদক দীলিপ রঞ্জন কুর্মি, প্রচার সম্পাদক কল্প সাহা সকাল, দিলীপ দাস, মদন মঞ্জু, সাইফুল ইসলাম, রথি লাল কালুয়ার, সাজ্জাদ হোসেন প্রমুখ। মির্জাপুরের মানুষ বিদায় জানালো জয়া পতিকে নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৭ ডিসেম্বর ॥ সর্বস্তরের মানুষ অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় জানালেন মির্জাপুর কুমুদিনী কল্যাণ সংস্থার প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক দানবীর রণদা প্রসাদ সাহার ছোট মেয়ে জয়া পতিকে। গত ৯ ডিসেম্বর লন্ডনের একটি হাসপাতালে তিনি মারা যান। শনিবার দুপুরে লন্ডন থেকে বিমানযোগে তাঁর মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এলে সেখান থেকে গুলশান কুমুদিনী কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে কুমুদিনী কল্যাণ সংস্থার কর্মকর্তা-কর্মচারী তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। বিকেলে হেলিকপ্টারযোগে তাঁর মরদেহ মির্জাপুর কুমুদিনী মাঠে এলে মির্জাপুরের সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। বিকেল ৫টার দিকে জয়া পতির মরদেহ কুমুদিনী হাসপাতালের সামনে রাখা হয়। সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক দানবীর রণদা প্রসাদ সাহার পৌত্র রাজীব প্রসাদ সাহা শ্রদ্ধা নিবেদন করেন। শেষে জয়া পতির মরদেহ ভারতেশ্বরী হোমসে নেয়া হয়। রাতে তাঁর মরদেহ পৈতৃক বাড়ির মন্দির প্রাঙ্গণে দাহ করা হয়েছে।
×