ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আহত যাত্রীদের উদ্ধারে এসে মেকানিকের মৃত্যু

প্রকাশিত: ০৬:০১, ১৮ ডিসেম্বর ২০১৬

আহত যাত্রীদের উদ্ধারে এসে মেকানিকের মৃত্যু

সংবাদদাতা, ভুঞাপুর, টাঙ্গাইল, ১৭ ডিসেম্বর ॥ ভুঞাপুরে সড়ক দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আব্দুল হালিম (৪৫) নামে মোটরসাইকেল মেকারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২০ বাস যাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার শেষ রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার পিকনিক বাস স্বপ্নপুরী-ভিন্নজগৎ থেকে ফিরছিল। বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে তীব্র যানজট এড়াতে বাসটি ভুঞাপুর হয়ে এলেঙ্গা যাওয়ার পথে কাগমারি পাড়া ব্রিজের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের ৩৩ কেভি সঞ্চালন লাইনের খুঁটিকে ধাক্কা দেয়। এতে খুঁটি ভেঙ্গে তার ছিঁড়ে বাসটি ৩০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে আহত যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে পার্শ্ববর্তী বাড়ির ইমান আলীর ছেলে আব্দুল হালিম। সে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাছে। দুর্ঘনার সময় বিদ্যুত ছিল না কিন্তু আহত যাত্রী উদ্ধার শেষে পুনরায় বাসে ঢুকলে বিদ্যুত চলে আসে। খাদে পড়া বাস বিদ্যুতায়িত হলে স্পৃষ্ট হয়ে আব্দুল হালিমের মৃত্যু হয়। মসজিদের দেয়াল ধসে শিশু নিহত, আহত ৫০ সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১৭ ডিসেম্বর ॥ মীরসরাইয়ে মসজিদের দেয়াল ভেঙ্গে জিশান উদ্দিন (১১) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুসহ ৫০ জন আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার চিনকী আস্তানায় মাহফিল শেষে তবারক নেয়ার সময় মসজিদের দেয়াল ভেঙ্গে এ ঘটনা ঘটে। চিনকী আস্তানা রেলস্টেশনসংলগ্ন আব্দুল গনি ওয়াকফ স্টেট জামে মসজিদের উদ্যোগে রবিউল আউয়াল উপলক্ষে দোয়া ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় মসজিদ প্রাঙ্গণে। শুক্রবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া মাহফিল শেষ হয় রাত সাড়ে ১১টার সময়। মাহফিল শেষে তবারক গ্রহণকালে হঠাৎ মসজিদের দ্বিতীয় তলার তিন ফুট গাঁথুনির একটি দেয়াল ভেঙ্গে নিচে পড়ে আহত হয় অর্ধশত। আহতদের মধ্যে উত্তর সোনাপাহাড় এলাকার জামাল উদ্দিনের ছেলে জিশানের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর চারটার দিকে তার মৃত্যু হয়। অন্য আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর, বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। খালেদার মায়াকান্না মাছের মায়ের পুত্র শোকের মতো ॥ ইনু নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৭ ডিসেম্বর ॥ বেগম খালেদা জিয়া সাম্প্রতিককালে গণতন্ত্র নিয়ে মায়াকান্না শুরু করেছেন বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার মায়াকান্না মাছের মায়ের পুত্র শোকের মতো। আসল কথা হচ্ছে খালেদা জিয়া আগুন দিয়ে গণতন্ত্র পুড়িয়ে দেয়ার চক্রান্ত করেছিলেন। শেখ হাসিনা ও আমাদের সরকার সেই চক্রান্ত থেকে গণতন্ত্রকে রক্ষা করেছে। তথ্যমন্ত্রী শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে লার্নিং এ্যান্ড আর্নিং মেলার উদ্বোধন করার আগে স্থানীয় সার্কিট হাউসে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া যেভাবে গণতন্ত্র নিয়ে সোচ্চার হওয়ার চেষ্টা করছেন, তা মূলত গণতন্ত্রকে ধ্বংসের চক্রান্ত। শেখ হাসিনার সরকার শক্ত হাতে মোকাবেলা করেছে।
×