ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপির ৪ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে

প্রকাশিত: ০৬:০১, ১৮ ডিসেম্বর ২০১৬

বিএনপির ৪ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাট উপজেলার লখপুরে ৫ জন প্রতিনিধির নেতৃত্বে বিএনপির চার শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার রাতে লখপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ফকিরহাট আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। লখপুর আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এসএম আবুল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিরিনা আক্তার কিসলু, সেলিম রেজা, শেখ খলিলুর রহমান, ফকির কওসার আলী, শেখর রঞ্জন দেবনাথ, তাসলিমা বেগম লতা, তপন দেবনাথ ভজন, সরদার আমিনুর রশিদ মুক্তি, মেহেদী হাসান সবুজ, শেখ আলী আহমদ, আব্দুর রউফ শেখ, শেখ আলমগীর হোসেন, জামাল উদ্দিন ফারাজী, সমর্পণ দাস, আবু তালেব, রাফেজা বেগম, জয়ন্ত দাশ, অনিমেষ দাশ প্রমুখ। যোগদানকারীরা হলেন লখপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম মোড়ল, লখপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য ও বিএনপি নেতা বজলুর রহমান মোড়ল, ২নং ওয়ার্ড সদস্য ও বিএনপি নেতা আব্দুল মোতালেব মোড়ল, ৭নং ওয়ার্ড সদস্য ও যুবদল নেতা শেখ হারুনার রশিদ, ৪নং ওয়ার্ড সদস্য ও বিএনপি নেতা শেখ রেজাউল করীম ও সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্যা খুকুমনি বেগম। তারা ফুলের তোড়া তুলে দিয়ে দলে যোগদান করেন। অনুষ্ঠানের শুরুতে কয়েক শ’ নেতাকর্মী মিছিলসহকারে যোগদান মঞ্চে আসে। নর্থ সাউথ ভার্সিটিতে আইসিসিআইটি সম্মেলন আজ থেকে শুরু হচ্ছে ১৯তম আন্তর্জাতিক কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্মেলন (আইসিসিআইটি)। এ বছর সম্মেলনের আয়োজক নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে তিনদিনের এ সম্মেলন চলবে ২০ ডিসেম্বর, মঙ্গলবার পর্যন্ত। বাংলাদেশসহ মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, চীন, ডেনমার্ক, নরওয়ে, পাকিস্তান এবং ভারত থেকে শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের গবেষক ও পেশাজীবীরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন। ১৯৯৭ সালে কম্পিউটার এবং ইনফরমেশন সিস্টেমস ন্যাশনাল কনফারেন্স নামে শুরু“এ সম্মেলন পরবর্তীতে ১৯৯৮ থেকে আন্তর্জাতিক পরিসরে আয়োজন হয়ে আসছে। সম্মেলনের উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে সাম্প্রতিক গবেষণা, নিবন্ধ উপস্থাপনা ও আলোচনার ওপর যেমন, আলগোরিদিম, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়ো-ইনফরমেটিক্স, নেটওয়ার্কিং এবং বেতার যোগাযোগ, ক্লাউড কম্পিউটিং, ডাটাবেজ সিস্টেম, প্যাটার্ন স্বীকৃতি, রোবোটিক্স ইত্যাদি। -বিজ্ঞপ্তি
×