ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্র গৃহবধূ খুন ॥ বৃদ্ধ ও কিশোরীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:০০, ১৮ ডিসেম্বর ২০১৬

স্কুলছাত্র গৃহবধূ খুন ॥ বৃদ্ধ ও কিশোরীর লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ মুন্সীগঞ্জে স্কুলছাত্র ও ফটিকছড়িতে গৃহবধূকে খুন করা হয়েছে। নাটোরে বৃদ্ধ এবং নীলফামারীতে কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে রামকৃষ্ণদী গ্রামে ৩শ’ টাকার জন্য বাহার আলিফ (১৪) নামের এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে। পুলিশ প্রতিবেশী হৃদয় শেখকে (১৮) গ্রেফতার করেছে। হৃদয় এই হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। এদিকে শুক্রবার বাড়ির পাশের খালের কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা আলিফের লাশ শনিবার ময়নাতদন্তের পর দাফন করা হয়েছে। এদিকে মূল হত্যাকারী চিহ্নিত আটককৃত অন্যদের ছেড়ে দেয়া হয়েছে। সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী রাজন শেখের ছেলে হৃদয় শেখকে শনিবার সকালে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় আরিফের মোবাইল সেট। হৃদয় পুলিশকে জানিয়েছে, কিছু দিন আগে একটি সুইস গিয়ার চাকু কিনে দেয়ার জন্য আলিফ তাকে ৩শ’ টাকা দেয়। ১০/১২ দিন পেরিয়ে গেলে হৃদয় চাকুটি কিনে না দেয়ায় আলিফ তার ফুফুর কাছে বিচার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার হৃদয় আরিফকে ফোন করে চাকুটি নিয়ে যেতে বাড়ির পাশের দক্ষিণের চকে (জমিতে) যেতে বলে। সেই নির্জন স্থানে যেতেই আলিফকে শ্বাস রোধ করে এবং চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। ঘাতক হৃদয় সেই লোমহর্ষক ঘটনা পুলিশের কাছে বর্ণনা করেছে। আলিফ উপজেলার লতব্দি ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের সৌদি প্রবাসী বাদল শেখের পুত্র ও শেখ মীয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। ফটিকছড়ি, চট্টগ্রাম ॥ পারিবারিক কলহের জের ধরে উপজেলার ভুজপুর থানাধীন দাঁতমারা রতœপুর গ্রামে শনিবার ভোরে স্বামীর হাতে স্ত্রী সাজেদা আকতার (২৬) নামে এক গৃহবধূ খুন হয়েছে। সে দুই সন্তানের জননী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ঝগড়া চলে আসছিল। এক পর্যায়ে শনিবার ভোরে ঘুম থেকে উঠে স্বামী আরমান আলী রাগের মোহে তার স্ত্রী সাজেদা আকতারকে বেধড়ক লাঠিপেঠা করে। লাঠির আঘাতে ঘটনাস্থলে সাজেদা আকতার প্রাণ হারায়। এ ঘটনার পর পরই বাড়ির লোকজন আরমান আলীকে পুলিশে সোপর্দ করে। নাটোর ॥ বাগাতিপাড়ায় নীরা (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার চকগোয়াশ মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত নীরা ঢুলি বাগাতিপাড়া উপজেলার চকতকিনগর গ্রামের মৃত ষষ্ঠি চরণের ছেলে। পুলিশ ও নিহত নীরা টুলির ছেলে স্বপন জানায়, উপজেলার চকগোয়াশ গ্রামের নীরা ঢুলি শুক্রবার বিকেলে স্থানীয় বাজার তমালতলায় যাওয়ার পরে আর ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে। নীলফামারী ॥ মল্লিকা আক্তার (১৪) নামের এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ। শনিবার সকালে নিজবাড়ির শয়নকক্ষ হতে বিষপানে মৃত্যু হওয়া ওই কিশোরীর লাশ উদ্ধার করে দুপুরে জেলার মর্গে ময়নাতদন্ত করা হয়। মল্লিকা আক্তার ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের ছোটখাতা গ্রামের মকবুল হোসেনের মেয়ে।
×