ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস উপলক্ষে হামদর্দে বিনামূল্যে চিকিৎসা

প্রকাশিত: ০৫:৫৯, ১৮ ডিসেম্বর ২০১৬

বিজয় দিবস উপলক্ষে হামদর্দে বিনামূল্যে চিকিৎসা

মহান বিজয় দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে দেশব্যাপী হামদর্দের সকল চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে গরিব, দুস্থ ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। হামদর্দ প্রধান কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়ালী ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম ইউছুফ হারুন ভূঁইয়া। হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের মোতাওয়ালী ও সিনিয়র পরিচালক বিপণন ড. হাকীম রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক অর্থ ও হিসাব আনিসুল হক, মোতাওয়ালী এবং পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল, পরিচালক বিক্রয় হাকীম সাইফ উদ্দিন মুরাদ ভূঁইয়াসহ হামদর্দের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। -বিজ্ঞপ্তি শিশু সমাবেশ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বিজয় দিবস উপলক্ষে কাপাসিয়ায় শনিবার শিশু সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলম আহমদ। কাপাসিয়া উপজেলার দক্ষিণগাঁও গ্রামে মরিয়ম ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ফজলুল হক। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রশিদ সরকার, মরিয়ম ফাউন্ডেশনের জিএম বাবু হরিদাস বর্মণ, শিল্পপতি মেহেদী সামদানী, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবু সুনিল চন্দ্র রায় প্রমুখ। মাদক ছাড়ার শপথ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নিজে মাদক ব্যবসা করব না, অন্যকেও বিরত রাখার অঙ্গিকার করে মাদক ছাড়ার ঘোষণা দিয়েছেন রাজশাহীর ৪৩ মাদকাসক্ত ও বিক্রেতা। তারা এখন থেকে ভাল কাজ করবেন বলেও অঙ্গিকার করেন। পুরুষের পাশাপাশি নারীরাও একযোগে নিজেদের মাদকমুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে নগরীর রামচন্দ্রপুর এলাকায় রাজশাহী মহানগর পুলিশ আয়োজিত সভায় মাদক ছেড়ে দেয়ার শপথ করেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিপিএম।
×