ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের সন্তান ৩ সাংবাদিককে সংবর্ধনা

প্রকাশিত: ০৫:৫৯, ১৮ ডিসেম্বর ২০১৬

মুক্তিযোদ্ধাদের সন্তান ৩ সাংবাদিককে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৭ ডিসেম্বর ॥ মহান বিজয় দিবস উপলক্ষে ভোলা আনসার ও ভিডিপ কার্যালয়ের পক্ষ থেকে শুক্রবার রাতে মুক্তিযোদ্ধাদের তিন সন্তান সাংবাদিকদের সংবর্ধনা দেয়া হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখার জন্য মুক্তিযোদ্ধার সন্তান দৈনিক জনকণ্ঠের ভোলার সাংবাদিক ও ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক হাসিব রহমানকে কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া একাত্তর টিভির ভোলা প্রতিনিধি ও ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ও চ্যানেল টুয়ান্টিফোরের ভোলা প্রতিনিধি ও ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব আদিল হোসেন তপুকে সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ানের সভাপতিত্বে সংবধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু। ৪৫ বছর পর বাঘারপাড়ায় স্মৃতিস্তম্ভ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মুক্তিযুদ্ধে বাঘারপাড়া উপজেলায় শহীদ হয়েছেন দেড় হাজার মানুষ। এই শহীদদের স্মরণে সরকারী উদ্যোগে এতদিন কোন স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি। মুক্তিযোদ্ধাদের প্রাণের দাবি ছিল স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের। অথচ বারবারই উপেক্ষিত হয়েছে সে দাবি। অবশেষে বিজয়ের ৪৫ বছর পর যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায় মুক্তিযোদ্ধাদের ইচ্ছা পূরণ করলেন। তার ব্যক্তি উদ্যোগে চিত্রা নদীর পাড়ে নির্মাণ করা হলো ‘স্বাধীনতা চত্বর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ’। জলা মুক্তিযোদ্ধা সংসদের দফতর সম্পাদক বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, স্থানীয় রাজাকাররা আমাদের সহযোদ্ধা ও সহযোগীদের হত্যা করে যে নদীতে ফেলে দিত সেখানেই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আগে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে। গৃহবধূকে কুপিয়েছে দুর্বৃত্তরা নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৭ ডিসেম্বর ॥ সামসুন্নাহার নামে এক গৃহবধূকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে হযরতপুর ইউনিয়নের গরুর হাটের পেছনে আল্লার দান নার্সারির ভেতর এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ৬-৭ জন মুখোশধারী দুর্বৃত্ত সামসুন্নাহারের ওপর হামলা চালায়। তারা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তাকে। এ সময় সামসুন্নাহারের চিৎকারে ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
×