ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামের বাকলিয়ায় হবে আইটি পার্ক ॥ পলক

প্রকাশিত: ০৫:৫৮, ১৮ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রামের বাকলিয়ায় হবে আইটি পার্ক ॥ পলক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম হবে তথ্যপ্রযুক্তি খাতের ভবিষ্যত গন্তব্য। এই নগরীর বাকলিয়ায় পাওয়া গেছে ১৪ একর জমি, যেখানে শীঘ্রই হবে সফটওয়্যার টেকনোলজি পার্ক। ভবিষ্যত ভারতের ব্যাঙ্গালুরুর মতো চট্টগ্রামও হবে বিশ্বের অন্যতম আইটি ডেসটিনেশন। শনিবার চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে ‘লার্নিং এ্যান্ড আর্নিং’ প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কথাগুলো বলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দেশের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষিত করতে সরকারের এ উদ্যোগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। প্রতিমন্ত্রী পলক তাঁর বক্তব্যে বলেন, আমাদের সৌভাগ্য যে বাংলাদেশের জনগোষ্ঠীর ৭০ শতাংশই তরুণ। প্রশিক্ষণ পেলে তারা দেশের সম্পদ হবে। যারা আউট সোর্সিং করতে পারেন তারা গ্রামে বসেও ডলার অর্জন করতে পারবেন। ডিজিটাল আর্কিটেক্ট অব বাংলাদেশ সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা অনুযায়ী ২০১৮ সালের মধ্যেই বাংলাদেশের সকল ইউনিয়নকে হাইস্পিড ব্রডব্যান্ড নেটওয়ার্কিংয়ের আওতায় নিয়ে আসা হবে। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন তার বক্তব্যে চট্টগ্রামের সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে চট্টগ্রামে আইটি পার্ক করছেন। তিনি খাস জমি অবৈধ দখলদারদের হাতে থাকার কথা উল্লেখ করে বলেন, কর্ণফুলীর তীর ঘেঁষে অনেক সরকারী জমি আছে। এগুলো দখলদারদের হাতে রয়েছে। প্রধানমন্ত্রী খাস জমি উদ্ধার করে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসক সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, বিভাগীয় কমিশনার রুহুল আমিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, লার্নিং এ্যান্ড আর্নিং প্রকল্পের পরিচালক তপন কুমার নাথ এবং রবি অজিয়াটা লিমিটেডের পরিচালক (বিপণন) নাজির আহমেদ প্রমুখ।
×