ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ॥ ১০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

প্রকাশিত: ০৫:৫৮, ১৮ ডিসেম্বর ২০১৬

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ॥ ১০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৭ ডিসেম্বর ॥ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় শনিবার সকালে ১০টি পোশাক কারখানা একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিক কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে এদিন সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করে। সর্বনি¤œ ১৫ হাজার টাকা মজুরির দাবিতে জামগড়া ও বাইপাইলের দুটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানার ভিতরে প্রথমে কর্মবিরতি শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে মহাসড়কে নেমে আসে। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় ছুটে আসে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ওই এলাকার ফাউন্ডেশন, উইন্ডি এ্যাপারেলস, শেড ফ্যাশন, সেতারা, ডিকে নীটওয়্যার লিমিটেডসহ অন্তত ১০টি কারখানা একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। পরে শ্রমিকরা বাসায় ফিরে যায়। উল্লেখ্য, কয়েকদিনে ধরে আশুলিয়ার বাইপাইল, জমাগড়া ও ছয়তলা এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করে আসছে। এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজার রহমান বলেন, শ্রমিকদের দাবির ব্যাপারে মালিকপক্ষ কোন সিদ্ধান্তে না আসতে পারায় কারখানাগুলো শনিবার একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। বান্দরবানে ছাত্রীকে ধর্ষণ, আটক ১ নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৭ ডিসেম্বর ॥ রোয়াংছড়ি উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে রতœময় তঞ্চঙ্গ্যা (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা অনুষ্ঠিত হয়। মেলা থেকে অন্য এক মেয়ের সঙ্গে ফেরার পথে শুক্রবার রাত সাড়ে ৩টা দিকে ব্যাংকছড়ি যাওয়া পথে এই স্কুলছাত্রীকে পাহাড়ে নিয়ে ধর্ষণ করা হয়।
×