ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তালিকায় হাফসা সিদ্দিকা ॥ নিয়মিত শিক্ষক নেছার

প্রকাশিত: ০৫:৫৭, ১৮ ডিসেম্বর ২০১৬

তালিকায় হাফসা সিদ্দিকা ॥ নিয়মিত শিক্ষক নেছার

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ১৭ ডিসেম্বর ॥ খোন্তাকাটা বেগম নুরজাহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত শিক্ষক নেছার উদ্দিনের নাম জাতীয়করনের গেজেটে নেই। আছে বিদ্যালয় ও শিক্ষা অফিসে। হতবাক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা। গেজেটে আছে হাফসা সিদ্দিকীর নাম। উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বলছেন, তাদের প্রেরিত প্রতিবেদনে হাফসা সিদ্দিকার নাম ছিল না। প্রশ্ন হচ্ছে, গেজেটে ওই নাম অন্তর্ভুক্ত হয়েছে কিভাবে? এনিয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেছেন ক্ষতিগ্রস্ত শিক্ষক নেছার উদ্দিন। জানা গেছে, ২০০৮ সালে আমতলী পৌর শহরের ৩নং ওয়ার্ডে খোন্তাকাটা বেগম নুরজাহান বেসরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। প্রতিষ্ঠালগ্নে বিদ্যালয়ে চারজন শিক্ষককে নিয়োগ দেয়া হয়। এর মধ্যে মোঃ নেছার উদ্দিন নিয়োগ পেয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। নিয়মিত শিক্ষক নেছার উদ্দিন অভিযোগ করে বলেন, মন্ত্রণালয়ের একটি অসাধু চক্রের মাধ্যমে হাফসা সিদ্দিকা মোটা অঙ্কের উৎকোচ দিয়ে আমার নাম বাদ দিয়ে তার নাম অন্তর্ভুক্ত করেছে। হাফসা সিদ্দিকা জানান, ন্যাশনাল সার্ভিসের কর্মী হিসেবে ওই বিদ্যালয়ে আমি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি। তিনি আরও দাবি করেন, আমাকে ওই সময় নিয়োগ দেয়া হয়েছে। আপনার নিয়োগ থাকলে আপনি দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত এবং উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আপনার নিয়োগ সংক্রান্ত কোন তথ্য নেই কেন? এসব প্রশ্নের কোন জবাব দেননি। আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাহিদ হোসেন বলেন, নেছার উদ্দিন ওই বিদ্যালয়ের নিয়মিত শিক্ষক। আমতলী উপজেলা শিক্ষা অফিসের মন্ত্রণালয়ে পাঠানো সকল প্রতিবেদনে তার নাম অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কিভাবে তার নাম বাদ দিয়ে হাফসা সিদ্দিকার নাম অন্তর্ভুক্ত হলো তা আমার জানা নেই। বরগুনা জেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ জানান, আমার প্রেরিত মন্ত্রণালয়ের প্রতিবেদনে শিক্ষক নেছার উদ্দিনের নাম অন্তর্ভুক্ত ছিল। বিদ্যালয় পরিদর্শনকালে হাফসা সিদ্দিকাকে কোনদিন পাইনি। তিনি আরও জানান, মন্ত্রণালয়ে প্রেরিত কোন প্রতিবেদনে হাফসা সিদ্দিকার নাম ছিল না কিন্তু কিভাবে জেলা ও উপজেলা শিক্ষা অফিসের প্রেরিত প্রতিবেদন বাদ দিয়ে মন্ত্রণালয় হাফসা সিদ্দিকার নাম অন্তর্ভুক্ত করেছে তা আমার জানা নেই।
×