ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চেলসির টানা ১১ জয়

প্রকাশিত: ০৫:৫৫, ১৮ ডিসেম্বর ২০১৬

চেলসির টানা ১১ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ প্রিমিয়ার লীগে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে চেলসি। শনিবার এ্যান্তনিও কন্তের দল ১-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। ম্যাচের ৪৩ মিনিটে করা ডিয়েগো কোস্তার করা একমাত্র গোলের সৌজন্যে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ব্লুজরা। সেইসঙ্গে তাদেরই গড়া টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড গড়লো কন্তের দল। এর আগে ২০০৯ সালে এই রেকর্ড গড়েছিল চেলসি। শুধু তাই নয়, প্রিমিয়ার লীগের ইতিহাসে তৃতীয় দল হিসেবে ৫০০তম ম্যাচ জয়ের রেকর্ড গড়লো ব্লুজরা। তাদের আগে পাঁচ শ’ কিংবা তারও বেশি ম্যাচ জেতা দুটি দল হলো- আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে বিশ্বফুটবলের পরাশক্তি হতে চায় চীন। সেজন্য ২০৫০ সালকে বেঁধে দিয়েছেন দেশটির সরকার। সেই লক্ষ্যে সঠিকভাবেই এগুচ্ছে চীনা সুপার লীগ। কাঁড়ি কাঁড়ি অর্থের বিনিময়ে বিশ্বের তারকা ফুটবলারদের কিনে নিচ্ছেন তারা। সেই তালিকায় এবার যুক্ত হলো চেলসির ব্রাজিলিয়ান তারকা অস্কারের নাম। রেকর্ড ৬০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অস্কারকে কিনে নিল চীনা ক্লাব সাংহাই এসআইপিজি। গত জানুয়ারিতে চীনা ক্লাব জিয়াংসু সুনিংয়ে যোগ দেন অস্কারেরই সতীর্থ রামিরেস। এর ফলে মাত্র ১২ মাসের মধ্যেই দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চেলসি ছাড়তে যাচ্ছেন অস্কার। তবে মজার ব্যাপার হলো- চার বছর আগে স্বদেশী ক্লাব ইন্টারন্যাশনাল থেকে মাত্র ২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে প্রিমিয়ার লীগে যোগ দিয়েছিলেন। এই সময়ের মধ্যেই তার বাজারমূল্য ছাড়িয়ে গেছে দ্বিগুণেরও বেশি। শুধু তাই নয়, ডেভিড লুইজের পর সবচেয়ে বেশি মূল্যে চেলসি ছাড়তে যাচ্ছেন অস্কার। দুই বছর আগে ৪০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসি ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) নতুন করে ঠিকানা গড়েছিলেন লুইজ। চেলসির হয়ে অস্কার সর্বশেষ ম্যাচ খেলেছেন গত ১৬ সেপ্টেম্বর। নিজেদের মাঠে যে ম্যাচে লিভারপুলের কাছে ২-১ গোলে হেরেছিল চেলসি। তারপরও অনেকে সংশয় প্রকাশ করেন ব্রাজিলিয়ান তারকার চেলসি ছাড়ার নিশ্চয়তা নিয়ে। তবে ক্লাবটির ইতালিয়ান কোচ এ্যান্তোনিও কন্তে একেবারেই পরিষ্কার করে দিয়েছেন। তবে অস্কারের প্রশংসাও করেছেন তিনি। এ বিষয়ে কন্তে বলেন, ‘অস্কার আসলেই একজন ভাল মাপের খেলোয়াড়। তার মতো একজন খেলোয়াড় আমার স্কোয়াডে থাকায় আমি সবসময়ই গর্বিত অনুভব করতাম। তার মনোভাব, দৃঢ়তা, আচরণ সবকিছুই চমৎকার। দলের প্রতিটি খেলোয়াড়ের সিদ্ধান্তকেই আমি সম্মান করি। আর আপনারা যদি বলেন যে, অস্কার চলে যাওয়ায় আমার খারাপ লাগছে কিনাÑ তাহলে অবশ্যই বলব হ্যাঁ, এর জন্য আমি দুঃখিত।’
×