ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

অস্ট্রেলিয়া থেকে আজ নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল

প্রকাশিত: ০৫:৫৫, ১৮ ডিসেম্বর ২০১৬

অস্ট্রেলিয়া থেকে আজ নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প। এবার নিউজিল্যান্ড যাওয়ার পালা। আজ নিউজিল্যান্ডের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া ছাড়বে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সকাল ১০ টা ৪০ মিনিটে নিউজিল্যান্ডগামী বিমানে চড়বেন মাশরাফি, মুশফিক, সাকিব, তামিমরা। নিউজিল্যান্ডে গিয়ে যেন কন্ডিশনের সঙ্গে শুরুতেই লড়াইয়ে নামতে না হয়, এজন্য অস্ট্রেলিয়ায় ৯দিন ক্যাম্প করেছে বাংলাদেশ দল। গত ৮ ডিসেম্বর প্রথম ধাপে মুশফিকুর রহীমের নেতৃত্বে কয়েকজন ও ১০ ডিসেম্বর দ্বিতীয় ধাপে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে কয়েকজন এবং পরেরদিন সাকিব আল হাসান অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন। তারও একদিন পরে রুবেল হোসেন ও মেহেদী মারুফ অস্ট্রেলিয়ায় যান। সবাই অস্ট্রেলিয়ার প্রস্তুতি ক্যাম্পে অংশ নেন। এরমধ্যে বাংলাদেশ দল দুটি প্রস্তুতি ম্যাচও খেলে। সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচটিতে জিতে। তবে সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচটিতে হারে। দুটি প্রস্তুতি ম্যাচের একটিতেও মনের মতো প্রস্তুত হওয়া যায়নি। সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচটিতে বৃষ্টির বাধা পড়ে। তাই ম্যাচটি পুরোপুরি খেলা যায়নি। আর সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচে ভাল খেলতে পারেনি বাংলাদেশ দল। আর তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার যে চ্যালেঞ্জ, তা অস্ট্রেলিয়ায় এই প্রস্তুতি ক্যাম্পের মাধ্যমে উতরে গেলেও মাঠের খেলা নিয়ে আছে সংশয়। সিডনি থান্ডারের পেসারদের বিপক্ষেই যে নাজেহাল হয়েছেন বাংলাদেশ ব্যাটসম্যানরা। সেখানে নিউজিল্যান্ডে গিয়ে তাদের বোলারদের বিপক্ষে যে আরও খারাপ অবস্থা হবে না, তা কে বলতে পারে। তবে প্রস্তুতি ম্যাচগুলোতে খেলেননি দলের দুই সেরা ক্রিকেটার ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব। খেলেননি ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানও। নিউজিল্যান্ডে গিয়েই নিজেদের সেরাটা দেয়ার অপেক্ষায় আছেন তিনজনই। সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচে তো সাকিব, তামিম, মুস্তাফিজ ছাড়াও মাশরাফি, মাহমুদুল্লাহ, তাসকিন আহমেদও খেলেননি। তারাও বিশ্রাম নিয়েছেন। নিজেদের সামর্থ্যরে সবটুকু নিউজিল্যান্ডের বিপক্ষে উজাড় করে দেয়ার আশা তাদের। আজ সেই নিউজিল্যান্ড যাত্রা হবে। নিউজিল্যান্ডে গিয়ে সাতদিন প্রস্তুতি নেয়ার সুযোগ পাবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। প্রথম ওয়ানডে দিয়ে ২৬ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে, তিন ম্যাচের টি২০ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। ২৬, ২৯ ও ৩১ ডিসেম্বর যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ৩, ৬ ও ৮ জানুয়ারি যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ হবে। সবশেষে ১২ জানুয়ারি প্রথম ও ২০ জানুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। এ সিরিজে অংশ নেয়ার আগে বাংলাদেশ দলের ক্রিকেটাররা বিপিএল খেলেছে। এরপর অস্ট্রেলিয়াতেও ক্যাম্প করেছে। অস্ট্রেলিয়ায় গিয়ে দুইদিন অনুশীলন শেষে বিগব্যাশের দল সিডনি সিক্সার্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে। বৃষ্টি বিঘিœত ম্যাচটিতে ৭ উইকেটে জিতে। মাঝখানে একদিন বিরতি দিয়ে ১৬ ডিসেম্বর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অংশ নেয় বাংলাদেশ দল। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচটিতে খেলেননি। মুশফিকুর রহীমের নেতৃত্বে ম্যাচ খেলে বাংলাদেশ। হারে ৬ উইকেটের বড় ব্যবধানে। বিগব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন দল সিডনি থান্ডার হারিয়ে দেয় বাংলাদেশকে। সেই সঙ্গে বাংলাদেশকে সঙ্কেতও দিয়ে দেয়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ যে সহজ হবে না, সেই সঙ্কেত মিলে। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম অবশ্য ভাল কিছু করায় আশাবাদী। সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচটি শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেতেও আত্মবিশ্বাসী মুশফিক, ‘আমি মনে করি, এই মাঠে আমরা ২০ রান কম করেছি। এখানে ব্যাট করা কিছুটা দুরূহ। তাছাড়া আমাদের দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও খেলেনি। তারা যদি খেলত তাহলে ম্যাচের ফল বিপরীত হতে পারত। দুর্ভাগ্যজনকভাবে আমরা ম্যাচটি জিততে পারিনি। তবে এই অভিজ্ঞতা নিউজিল্যান্ডে কাজে দেবে। সেখানে আমরা জয় উপহার দিতে পারব বলে আশাবাদী।’ ব্যাটসম্যানরা শুরুতে তাড়াহুড়ো করে খেলেছেন বলেও এমন হার হয়েছে বলে মনে করছেন মুশফিক, ‘আমাদের ব্যাটসম্যানরা শুরুতে একটু তাড়াহুড়ো করেছে। প্রথম ৬ ওভারে অনেক উইকেট হারিয়ে ফেলেছি। এরপর ফেরা কঠিন ছিল। তারপরও সোহান ও শুভাগত ভাল করেছে। বোলাররাও এই উইকেটে ছিল ঠিকঠাক। ২০১৫ বিশ্বকাপেও যখন এসেছিলাম, দেখেছি বাংলাদেশের সমর্থকরা ভিড় করেছেন এবং সমর্থন জুগিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে আমরা আজ জিততে পারিনি। আশাকরি নিউজিল্যান্ডে কিছু ম্যাচ জিতব।’ দেশের মাটিতে নিজেদের প্রমাণ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার বিদেশের মাটিতে প্রমাণের পালা। মুশফিকের নজরও সেদিকেই আছে, ‘দেশের মাটিতে আমরা ভাল খেলছি। এখন দেশের বাইরে ভাল খেলাই আমাদের চ্যালেঞ্জ। খুব সহজ হবে না, আবার খুব কঠিনও নয়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আমরা একটু আগেভাগে এসেছি। আশাকরি, ছেলেরা এখান থেকে আত্মবিশ্বাস বয়ে নিয়ে যাবে এবং নিউজিল্যান্ডে ভাল করবে।’ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে সেই ভালকিছুর শুরু হবে ২৬ ডিসেম্বর। সেই শুরু করতে আজ অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড উড়াল দেবে বাংলাদেশ দল।
×