ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিপ্লে দেখে মাঠে রেফারির দেয়া সিদ্ধান্ত পাল্টে দেবে ভিডিও চিত্র;###;২০১৮ বিশ্বকাপ ফুটবল

রেফারিংয়ে ভিডিও প্রযুক্তি চান ইনফ্যান্টিনো

প্রকাশিত: ০৫:৫৪, ১৮ ডিসেম্বর ২০১৬

রেফারিংয়ে ভিডিও প্রযুক্তি চান ইনফ্যান্টিনো

স্পোর্টস রিপোর্টার ॥ আর ১৮ মাস বাকি আছে। এরপরই আবার বিশ্ব ফুটবলের বৃহৎ প্রতিযোগিতা বিশ্বকাপ শুরু হবে। ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে রাশিয়া। অতীতে প্রযুক্তির ব্যবহার না থাকায় অনেক ধরনের বিড়ম্বনা, সমালোচনা হয়েছে ফুটবল মাঠে নেয়া রেফারির সিদ্ধান্ত নিয়ে। যদিও ইতোমধ্যে অনেক প্রযুক্তির ব্যবহারই শুরু হয়ে গেছে। তবে রেফারির সিদ্ধান্ত খতিয়ে দেখার প্রযুক্তিটা এখন পর্যন্ত দেখা যায়নি। কিন্তু ফুটবলকে আরও নির্ভুল ও পরিশীলিত করার লক্ষ্যে বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো চাইছেন রেফারিংয়ের জন্য ভিডিও প্রযুক্তির ব্যবহার। মাঠে দায়িত্বরত রেফারির যেসব সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ সেসব তাৎক্ষণিকভাবে পর্যালোচনা করে মুহূর্তের মধ্যে সঠিকভাবে নিরূপণের জন্য আগামী বিশ্বকাপেই ভিডিও প্রযুক্তি প্রয়োগে রেফারিং চান ইনফ্যান্টিনো। জাপানে সম্প্রতি অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে ভিডিও এ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার হয়েছে। এই প্রযুক্তির ব্যবহারের কারণে প্রথম প্রয়োগ ছিল পেনাল্টি প্রদান। আর সেটা কলম্বিয়ার ক্লাব এ্যাটলেটিকো ন্যাসিওনালকে বিদায় করে দিয়েছে। এ কারণে ক্লাবটি ভিএআর প্রযুক্তির কড়া সমালোচনা করেছে। রিয়াল মাদ্রিদও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি গোল নিয়ে এ প্রযুুক্তি থেকে নেয়া সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছে। কিন্তু ইনফ্যান্টিনো জানিয়েছেন এই প্রযুক্তির প্রয়োগ রাখার জন্য ফিফা বদ্ধপরিকর। তিনি বলেন, ‘এটার বিষয়ে এখনও কিছু বলাটা আগাম মন্তব্য হবে। কখন আমরা এটা আন্তর্জাতিক খেলায় শুরু করব সেটাও বলা যাচ্ছে না। কিন্তু আমি আশা করছি আগামী বিশ্বকাপে এর সফল প্রয়োগ ঘটাতে এখনকার পরীক্ষামূলক ব্যবহারের ফলাফল অনেক কার্যকর ভূমিকা রাখবে।’ ভিএআর প্রযুক্তি ব্যবহারে এ্যাটলেটিকো ন্যাসিওনালের বিরুদ্ধে জাপানী ক্লাব কাশিমা এ্যান্টলার্সকে দেয়া পেনাল্টির ভূয়সী প্রশংসা করেন ইনফ্যান্টিনো। এ বিষয়ে তিনি বলেন, ‘মাঠের রেফারি ঠিকভাবে বিষয়টা খেয়াল করেননি। তার এই এড়িয়ে যাওয়ার বিষয়টি ভিডিও প্রযুক্তিতে শুদ্ধ হয়েছে। এ কারণে ভিএআর প্রযুক্তি বিশেষ ধন্যবাদ পেতেই পারে। তবে এজন্য যে সময়টা লাগছে সেটা কিছুটা বেশিই। এটা যাতে কমে যায় সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। কিন্তু পেনাল্টির যে সিদ্ধান্ত দেয়া হয়েছে সেটা একেবারেই নির্ভুল ছিল।’ কিন্তু বিতর্কটা আরও বেড়েছে রোনাল্ডোর করা গোল নিয়ে। ক্লাব আমেরিকার বিরুদ্ধে ২-০ গোলে জয়ের ম্যাচে রিয়ালের হয়ে শেষ মুহূর্তে রোনাল্ডো যে গোল করেছেন সেটা পরবর্তীতে ভিএআর প্রযুক্তি অনুসারে পর্যালোচনার পর মনে হয়েছে গোলটা নির্ভুল ছিল না। এটাকে রেফারির সঙ্গে ভিএআর সংশ্লিষ্টদের কমিউনিকেশন পদ্ধতির ত্রুটি হিসেবে অভিহিত করেছেন ইনফ্যান্টিনো। এই সমস্যাগুলো এড়াতে পারলে ভিএআর দারুণ ব্যাপার হবে বলেই মনে করছেন ফিফা সভাপতি।
×