ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ফুটবল লীগ

বিরতির পর আজ থেকে ফের শুরু

প্রকাশিত: ০৫:৫৪, ১৮ ডিসেম্বর ২০১৬

বিরতির পর আজ থেকে ফের শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ যতই সময় গড়াচ্ছে, ততই যেন জমে উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের খেলা। দু’দিন বিরতি দিয়ে আজ থেকে আবারও শুরু হতে যাচ্ছে লীগের খেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ প্রথম ম্যাচে দুপুর ৩টায় উত্তর বারিধারা ক্লাবের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা পৌনে ৬টায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি খেলবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে। ১৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লীগের পয়েন্ট টেবিলে ১২ দলের মধ্যে একাদশ অবস্থানে আছে বারিধারা। রেলিগেশন এড়াতে প্রাণপণ লড়ছে তারা। আজকের ম্যাচটি স্বভাবতই তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। জিতলে আরেকটু ওপরে উঠবে তারা। পেছনে ফেলবে মোহামেডানকে। পক্ষান্তরে ব্রাদার্স আছে মোটামুটি বা মাঝারি অবস্থানে। ষষ্ঠ স্থানে তারা। ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। লীগের প্রথম লেগে বারিধারাকে ২-১ গোলে হারিয়েছিল দু’বারের লীগ চ্যাম্পিয়ন এবং গোপীবাগের দল এবং দ্য অরেঞ্জ ব্রিগেড খ্যাত ব্রাদার্স। লীগের প্রথম থেকেই অবনমনের শঙ্কায় সবচেয়ে বেশি ধুঁকছিল উত্তর বারিধারা। এখনও তারা সে শঙ্কা থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি। তাদের মতো শঙ্কায় আছে আরও দুটি ক্লাব- ফেনী সকার ক্লাব এবং ১২ বারের লীগ শিরোপাধারী ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবও। ২০ ম্যাচে মাত্র ১৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে মোহামেডান। আর ১৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তলানিতে আছে ফেনী সকার ক্লাব। দ্বিতীয় লেগের শেষদিকে এসে ঘুরে দাঁড়াতে শুরু করে বারিধারা। নিজেদের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল তারা। নিজেদের সর্বশেষ ম্যাচে টিম বিজেএমসির সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। আর এজন্যই হিসেবে বারিধারাকে অবহেলা করলে ‘পচা শামুকে পা কাটতে পারে’ ব্রাদার্স ইউনিয়নের। এদিকে রহমতগঞ্জের সংগ্রহ ১৯ ম্যাচে ২৭ পয়েন্ট। পয়েন্ট টেবিলে অবস্থান চতুর্থ। লীগের প্রথম পর্বে তারা একবার পয়েন্ট টেবিলের শীর্ষেও ওঠে, যা তাদের ক্লাব ইতিহাসের প্রথম ঘটনা। তবে রূপকথার মতো খেলা রহমতগঞ্জ কিছুটা খেই হারিয়ে ফেলে পরের লেগে গিয়ে। একাধিক ম্যাচে পয়েন্ট খোয়ায় তারা।
×